শফিকুল ইসলাম শফিক:- নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আলাউদ্দিন হাওলাদার এলাকার গুণীজনদের ভাষ্য অনুযায়ী নামে নয় কাজেই যার পরিচয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে কাজ করছেন সচেতন মহল। মাদক, ইভটিজিং, চাঁদাবাজি,সন্ত্রাসমুক্ত, ন্যায় বিচার,ও সামাজিক সুসাশন প্রতিষ্ঠার লক্ষ্যে আলাউদ্দিনের বিকল্গ নেই।
গত ৫ বছরের ৫ নং ওয়ার্ডে হয়েছে ব্যাপক উন্নয়ন। এক নজরে ৫ নং ওয়ার্ডের উন্নয়নের বর্ণনা। গত ৫ বছরে একে এম শামীম ওসমানের সহযোগিতায় ৫ নং ওয়ার্ডে ৪৩ টি রাস্তার কাজ করেছেন আলাউদ্দিন হাওলাদার।
নয়ামাটি মুসলিম পাড়া শাহজালালের হইতে শাহাবুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা আর সি সি ঢালাই, মুসলিম পাড়া সালামের বাড়ি হইতে স্বপনের বাড়ি পর্যন্ত রাস্তা আর সি সি ঢালাই, মুসলিম পাড়া খালাসির হইতে উত্তরে সরকারী ক্যানেল পর্যন্ত রাস্তা আর সি সি ঢালাই, নিশ্চিতপুর আজিজ মিয়ার বাড়ি হইতে দৌলতপুর পর্যন্ত রাস্তা আর সি সি ঢালাই, আচার পট্রি মাজার হইতে উত্তর রসুলপুর সেকান্দারের বাড়ি পর্যন্ত আর সি সি ঢালাই,শরীফবাগ মেইনরোড হইতে উত্তর রসুলপুর পর্যন্ত রাস্তা আর সি সি ঢালাই, উত্তর রসুলপুর সামসুজ্জোহা সড়কে মাটি ভরাট, মুসলিম পাড়া আহম্মেদ সরকারের বাড়ি হইতে সম্ভুনাথের বাড়ি পর্যন্ত সি সি ঢালাই, মুসলিম পাড়া সম্ভুনাথের বাড়ি হইতে বখতিয়ারের বাড়ি পর্যন্ত সি সি ঢালাই, চিতাশাল আবুল কালামের বাড়ি হইতে জয়নাল মিয়ার বাড়ি পর্যন্ত সি সি ঢালাই, মুসলিম পাড়া জয়নাল মিয়ার বাড়ি হইতে দানেশমিয়ার বাড়ি পর্যন্ত সি সি ঢালাই, দৌলতপুর মেইনরোড হইতে ময়নার মার বাড়ি পর্যন্ত বালু ভরাট, আদর্শ নগর জিয়ার বাড়ি হইতে হাবিবিয়া জামে মসজিদ পর্যন্ত ইটার সোলিং, আদর্শ নগর পাকার মাথা দৌলতপুর পর্যন্ত বালু ভরাট, শাহী বাজার আমতলা নুরুল ইসলামের বাড়ি হইতে পারভেজের বাড়ি পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, নিশ্চিন্তপুর মেইনরোড হইতে কাসেমের বাড়ি পর্যন্ত সি সি ঢালাই, শাহী মহল্লা ওসমান গনির বাড়ি হইতে মদন মসজিদের পাশের ব্রিজ পর্যন্ত রাস্তা বালু ভরাট ও সি সি ঢালাই, শাহী মহল্লা বেলায়েতের বাড়ী হইতে গিয়াস উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা বালু ভরাট ও সি সি ঢালাই, নিশ্চিন্তপুর মেইনরোড হইতে শফি বেপারির বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই, পুর্ব দৌলতপুর বাদামতলা আমজাদ মিয়ার বাড়ি হইতে বারেক ভান্ডারীর বাড়ী পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, শাহীন মহল্লা ইউনুস মিয়ার বাড়ী হইতে শাহিবাজার পাকা রাস্তা পর্যন্ত সি সি ঢালাই, এনায়েত নগর মুসার দোকান হইতে শাহী মসজিদের পাকা রাস্তা পর্যন্ত ড্রেন নির্মাণ ও রাস্তা সি সি ঢালাই, মুসলিম পাড়া হাজী অলিউল্লাহর বাড়ি হইতে উত্তরে সরকারী ক্যানেল পর্যন্ত ড্রেন নির্মাণ, নয়া মাটি লাবনী জুস ফ্যাক্টরী হইতে শাহী মহল্লা কবরস্থান পর্যন্ত ড্রেন নির্মাণ, মুসলিম পাড়া এসহাকের বোর্ড ফ্যাক্টরী হইতে পশ্চিম সরকারি ক্যানেল পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, শাহী মহল্লা চাঁন মিয়ার বাড়ি হইতে উত্তরে সরকারী ক্যানেল পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, রসুলপুর সিরাজ সাহেবের বাড়ি হইতে মিন্টুর দোকান পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, উত্তর রসুলপুর ইসমাইল হোসেনের বাড়ি হইতে সিকান্দার মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, উত্তর রসুলপুর হুমায়ূনের বাড়ি হইতে বাতেনের বাড়ি পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, মুসলিম পাড়া খোকনের গ্রীরিলের দোকান হইতে পশ্চিমের সরকারের ক্যানেল পর্যন্ত রাস্তা বালু ভরাট ও সি সি ঢালাই, মুসলিম পাড়া ছাত্তারের বাড়ি হইতে সিরাজের বাড়ি পর্যন্ত রাস্তা বালু ভরাট ও সি সি ঢালাই,শরীফবাগ বাতেনের বাড়ি হইতে পুর্বে সরকারি রাস্তা পর্যন্ত সি সি ঢালাই,শরীফবাগ সিকান্দার মিয়ার বাড়ি হইতে পুর্বে সরকারি রাস্তা পর্যন্ত সি সি ঢালাই, উত্তর রসুলপুর মেইনরোড হইতে শরীফবাগ মেইনরোড পর্যন্ত বালু ভরাট,শহীদ নগর মেইনরোড হইতে মাদ্রাসা পর্যন্ত রাস্তা বালু ভরাট, পুর্ব শাহী মহল্লা আকবরের দোকান হইতে ইটালীর বাড়ি পর্যন্ত রাস্তা সি সি ঢালাই,শরীফবাগ হেলালের বাড়ি হইতে সরকারি ক্যানেল পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, শাহী বাজার ফারুক মিয়ার বাড়ি হইতে মোস্তফার বাড়ি পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, মুসলিম পাড়া কালামের চায়ের দোকান হইতে শাহাজালালের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ, ব্রাহ্মণ গাও কালাম মিয়ার বাড়ী হইতে হক সাহেবের বাড়ী পর্যন্ত রাস্তা সি সি ঢালাই, নিশ্চিন্তপুর মায়ের দোয়া কমিউনিটি সেন্টার হইতে শরীফ মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা সি সি ঢালাই,নুরবাগ টেম্পু ইস্টান হইতে শফিকের বাড়ি পর্যন্ত রাস্তা সি সি ঢালাই। তাছাড়াও সরকারি ও ব্যক্তিগত ভাবে অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের অজস্র জনকল্যাণ মূলক কাজ করে ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষের অন্তরে যায়গা করে নিয়েছেন বর্তমান সফল মেম্বার আলাউদ্দিন হাওলাদার।