“গতিসীমা মেনে চলি,সড়ক দুর্ঘটনা রোধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।
শুক্রবার(২২ অক্টোবর)সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে ও র্যালি করে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
র্যালি শেষে দিবসটি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ
আলোচনা সভায় নিরাপদ সড়ক বাস্তবায়নে চালক পথচারীসহ সংশ্লিষ্ট সকলকে আইন মেনে গতিসীমা বজায় রেখে সড়ক ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রতি জোর দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এসময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সুবাস চন্দ্র সাহা,এএসপি(হাইওয়ে পুলিশ)অমৃত সূত্রধর,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের পরিচালক মোঃ সোহেল,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাউন ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান,নিসচা’র সভাপতি ডা.আল ওয়াজেদুর রহমান,বিআরটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক ইঞ্জিঃ সৈয়দ আইনুল হুদা চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক কমিটির সভাপতি মোঃ সামসুজ্জামান,নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেন অনু,মিনিবাস মালিক ঐক্যজোটের সহ-সভাপতি মোঃ রওশন আলী সরকার প্রমূখ।