- রাতারাতি অঢেল টাকার মালিক বনে যাওয়া অনেক রাজনৈতিক নেতাদেরকে আপনি চিনে থাকবেন। এই চেনা মানুষই এক সময় অচেনা হয়ে যায়। বদলে যায় দৃশ্যপট, পাল্টে যায় অনেক কিছু। তাদেরকে নিয়ে আজকে আমার কোন আয়োজন নেই।
আজকের আয়োজন না পাল্টানো একজন সাদা মনের মানুষ কে নিয়ে। তিনি হলেন আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কোন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে আজকেই আমার প্রথম লেখা। প্রবাসী সংবাদ কর্মী হিসাবে পরিচয় দিতে আগ্রহী বিধায় ইউনিয়ন কিংবা থানা পর্যায়ের নিউজ গুলোতে আমার খুব একটা লেখা হয়ে উঠে না।
আমি কিছু বলতে চাই, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের জনগনকে। দেশে সৎ এবং যোগ্য নেতার বড়ই অভাব। খুন, মাদক, জমি দখল, ধর্ষন তোষামদে ভরপুর কুতুবপুর সহ দেশের অনেক জায়গাই। যাহার বেশির ভাগই ঘটে যোগ্য নেতার অভাবে।
কুতুবপুরে সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে আমি মনে করি আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর কোন বিকল্প নেই। তিনি একজন সৎ, ধর্ম ভীরু এবং ত্যাগী নেতা। সমাজ সেবক এবং উন্নয়ন মূলক কাজে যার রয়েছে অনেক অবদান। তার এই উন্নয়নের ধারা বেগবান করতে প্রয়োজন একটি সম্মান জনক স্থান। সেটি হতে পারে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে। জনগনের ভালোবাসায় এবং এলাকাবাসীর অনুরোধে তিনি এবার দাড়িয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে। আপেল প্রতিক নিয়ে তিনি লড়বেন ১১ই নভেম্বর। দেশে থেকেও প্রবাসীদের প্রতি রয়েছে তাহার অগাধ ভালোবাসা। দেশে আসলে তিনি প্রবাসীদের খোজ খবর নেন। দেশের মাটিতে কোন সমস্যা হলে তিনি সমাধানের চেষ্টা করেন। দেশের এবং প্রবাসীদের পক্ষ থেকে রইল তাহার প্রতি আন্তরিক অভিনন্দন এবং নির্বাচনের শুভেচ্ছা।
মোঃ সেলিম হাওলাদার
ব্রাঞ্চ ম্যানেজার বদুর ট্রাভেলস্ ও
আন্তজার্তিক বিষয়ক সম্পাদক
বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েত।