মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শায় সংবাদ সম্মেলন করে সতন্ত্র প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করলেন ৯ নং উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক। দলের প্রতি অনুগত্য ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সতন্ত্র প্রার্থীর পদ প্রত্যাহার করেন তিনি।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে শার্শা উপজেলা প্রশাসনিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদ সদস্য ও নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিলসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।