নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামুলক সংগঠন মুসলিম একাডেমির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহবায়ক ও মুসলিম একাডেমির প্রতিষ্ঠাতা উপদেষ্টা এড তৈমুর আলম খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় মাসদাইর বাজার মুসলিম একাডেমিতে সভাপতি মোঃ খোরশিদ আলম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম একাডেমির উধর্বতন সহ সভাপতি আলহাজ্ব মোঃ আলী ভূইয়া,সহ সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক ভূইয়া,সহ সভাপতি শফিকুর রহমান, নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম খান,যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলত খন্দকার খোরশেদ, সহ নির্বাহী পরিচালক খসরু নোমান,পরিচালক অর্থ আলহাজ্ব আব্দুল মজিদ সিদ্দিকী,পরিচালক দপ্তর ও প্রচার মোঃ আব্দুল হালিম,পরিচালক শিক্ষা ও সাংস্কৃতিক আলহাজ্ব শাহাবুদ্দিন আহম্মদ খন্দকার, পরিচালক ক্রীড়া খাজা ইরফান আলী,পরিচালক পাঠাগার শাহ আলম ভূইয়া,পরিচালক সমাজকল্যান মোঃ মনির হোসেন খান, পরিচালক ধর্ম ডাঃ মোঃ নুরুল হক,পরিচালক হাবিবুর রহমান হাবিব,পরিচালক শাহজালাল প্রধান,পরিচালক মোঃ আসলাম হোসেন,পরিচালক আলহাজ্ব আবুল কালাম আজাদ, পরিচালক বজলুর রহমান,হাজ্বী আব্দুল আব্দুল হক মুন্সি,মোঃ নজরুল ইসলাম, সানোয়ার হোসেন শিকদার,আজীবন সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অসহায় ৫শ নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি এড তৈমুর আলম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,১৯৭৫ সাল থেকে মুসলিম একাডেমি জনসেবা মুলক কাজ করে আসছে।বিয়ে শাদি ও আলোচনা সভা করার মতো কোন জায়গা নেই।দোয়া করবেন আগামীতে যেন আমরা একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করতে পারি। মুসলিম একাডেমি অসহায়,নারী পুরুষের কল্যান সহ সমাজের নানাবিধ মঙ্গল জনক কাজ করে আসছে। শীতবস্ত্র বিতরন তার মধ্যে অন্যতম।