মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংখলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, বেনাপোল পোর্ট থানার (ওসি) তদন্ত রাসেল, বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রতন কুমার দেবনাথ, উপজেলা আইসিটি অফিসার আহসান হাব্বি, কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন,মহিলা ভাইচ চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বিজিবি কর্মকর্তাগন, শার্শা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, চ্যানেল এসটিভির বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেল ইসলাম, দেশের সংবাদ পত্রিকার প্রতিনিধি মুক্তার হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার শার্শা প্রতিনিধি আশরাফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।