বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বেনাপোল বন্দরের ১নং গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া বেনাপোল দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। এদিকে ট্রাকচালকসহ ট্রাকটি আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, বন্দরের ১নং গেটের সামনে একটি ট্রাক ব্যাটারি চালিত ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা এক যাত্রী ট্রাকে চাকায় পড়ে মারাত্মকভাবে আহত। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালককে আটক করা হয়েছে।





















