নারায়ণগঞ্জ সদরের গোগনগরে মহান শহীদ দিবস উপলক্ষে জাগ্রত গোগনগর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ ফেব্রুয়ারী বিকালে গাউছুল আযম জামে মসজিদ সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
জাগ্রত গোগনগর সহ সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুন রানা উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিঃ পরিচালক ও সুফিয়া ফাউন্ডেশন কর্ণধার আলহাজ্ব মোঃ ইদি আমিন ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি সাহিদ রহমান সভাপতি তারন্যে আলো সামাজিক সংগঠন,ইমতিয়াজ আলম সাহাবুর সাধারন সম্পাদক গাউছিয়া ইসলামী পাঠাগার,জাকির হোসেন সমাজ সেবক খাজা মাসুম সমাজ সেবক। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।নক আউট সিস্টেম খেলাটি পরিচালিত হয়। তারমধ্যে গোগনগর ইয়াং ফাইটার ও গোগনগর লিটল বয়েজ ফাইনালে খেলায় যোগ্যতা অর্জন করে। ফাইনাল খেলায় গোগনগর লিটল বয়েজ ১২ রানে হারিয়ে গোগনগর ইয়াং ফাইটার জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ইমন, সাব্বির আল হাসান।