বরগুনার আমতলীতে তথাকথিত একটি সাংবাদিক সংগঠনের বার্ষিক অনুষ্ঠানের জন্য সরকারী কর্মকর্তা, স্কুল, কলেজ, ইটভাটাসহ বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক হারে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চাঁদাবাজি বন্ধসহ অভিযুক্ত চাঁদাবজদের বিচার দাবী করেছে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ওই সংগঠনের চাঁদাবাজরা তাদের বার্ষিক অনুষ্ঠানের জন্য বিভিন্ন সরকারী অফিসে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। কোন কর্মকর্তা তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে না চাইলে তাদের বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট করা হবে বলে হুমকি ধামকি দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারী কর্মকর্তা বলেন, এই চক্রটির হাতে আমরা জিম্মি আছি। তাদের চাহিদা মত টাকা দিতে না পারলে ফেসবুকসহ নানা অন্ধকার জগতের কিছু পত্রিকায় বানোয়াট মনগড়া সংবাদ প্রকাশ করে আমাদের হেয় করছে। এতে আমরা তখন বিব্রত হই। আমরা ওই চক্রটির কারনে অফিসের কাজকর্ম সঠিক ভাবে চালাতে পারছি না।
আমতলী শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, একটি সাংবাদিক সংগঠনের লোকজন প্রতি বছর আমাদের কাছে এসে মোটা অঙ্কের চাঁদা দাবী করে। টাকা দিতে না চাইলে আমাদের হয়রানির ভয় দেখায়। আমরা এই চক্রটির হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইট ভাটার মালিক বলেন, ওই সাংবাদিক সংগঠনের লোকজন দল বেঁধে আমাদের কাছে এসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত চাঁদা দাবী করে। তাদের দাবী মেটাতে না পারলে আমাদের বিরুদ্ধে নানা ধরনের বানোয়াট নিউজ করে হয়রানি করছে। আমরা এই চাঁদাবাজ সংগঠন বন্ধসহ প্রশাসনের নিকট বিচার দাবী করছি।
আরেক ভাটার মালিক বলেন, তারা দল বেধে ৮-১০ জন এসে আমাদের কাছে এমন ভাব করেন যেন তারা আমতলীর প্রশাসন চালায়। টাকা না দিলেই তারা বিভিন্ন জায়গায় ফোন করে আমাদের হয়রানি করে।
নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক বলেন, কতিপয় চাঁদাবাজ সাংবাদিক স্কুলে এসে তারা সামান্য ভূল ক্রুটির জন্য আমাদের গালাগালি শুরু করে। হাতে সামান্য টাকা তুলে দিলেই তারা শান্ত হয়ে ফিরে যায়। তারা আসে শুধু টাকার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষক বলেন, একটি সাংবাদিক সংগঠনের লোকজন প্রতি বছর আমাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
এভাবে ওই চাঁদাবাজ সাংবাদিক সংগঠনের চাঁদাবাজির কারনে আমতলীর সর্বশ্রেণির পেশার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। তারা সবাই এই চাঁদাবাজ সাংবাদিকদেও সাংবাদিকতা বন্ধ ও বিচার দাবী করছে।
চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে ওই সাংবাদিক সংগঠনের এক সভাপতি প্রার্থী বলেন, আমি কোন চাঁদাবাজির মধ্যে নেই, যারা চাঁদাবাজি করে তাদের বিচার হওয়া উচিত।





















