বাংলাদেশে হালাল, নৈতিক ও শরিয়াহসম্মত ব্যবসা–বাণিজ্য বিকাশের লক্ষ্যে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিআইসিসিআই)।
গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ইসলামি ব্যাংকিং, হালাল বিনিয়োগ, আধুনিক ইসলামিক স্মার্ট সিটির ধারণা এবং নৈতিক উদ্যোক্তা তৈরির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যাংকার, শিল্পোদ্যোক্তা, প্রকাশক ও গণমাধ্যমব্যক্তিত্ব অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি’র ইসলামিক ব্যাংকিং ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ, মাসিক আইন ও বিচারের প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমান, ইনসাফের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, বারাকাত বিডি ও সুলতান লেদার অ্যান্ড ট্রেড করপোরেশনের প্রধান নির্বাহী এম মুফাজ্জল ইবনে মাহফুজ, ইসলামিক স্মার্ট সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, রাহনুমা প্রকাশনীর স্বত্বাধিকারী ও ইসলামিক স্মার্ট সিটির ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহমুদুল ইসলাম তুষার, হাসানাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি সুলতান মাহমুদুর রহমান, হোয়াইট ভাইবস বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারেক আহমেদ জুয়েল, কিউর লেদার বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মির্জা আব্দুর রাজ্জাক, বারাকাত এন্টারপ্রাইজেস বিডির পরিচালক মাওলানা ফয়সাল মাহফুজ এবং মেহফিলিস্তানের ব্যবস্থাপনা পরিচালক যিকরুল্লাহ সিরাজী প্রমুখ।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমানকে আহ্বায়ক এবং এম মুফাজ্জল ইবনে মাহফুজকে সদস্য সচিব করে বাংলাদেশ ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিআইসিসিআই) এর প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।





















