সোনারগাঁয়ে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করে বিয়ে না করায় এক স্কুল ছাত্রী (১৬) আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে ইমন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, ভাটিপাড়া গ্রামের আবুল কালামের ছেলে বখাটে ইমন(২২) বিয়ের আশ্বাস দিয়ে স্কুল ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে ইমনকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু ইমন বিয়ে করতে রাজি না হওয়ায় সোমবার সকালে স্কুল ছাত্রী চার পৃষ্ঠার একটি সুইসাইট নোট লিখে কীটনাশক পানে আত্মহত্যা করে। ওই সুইসাইট নোটে ইমনের সাথে তার সম্পর্কের কথা লিখার পাশাপাশি তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করেছে স্কুল ছাত্রী। নিহত ছাত্রী এবছর স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া