বিভিন্ন দেশের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগ করেছেন, তাঁদের এখন সেই বিনিয়োগ প্রত্যাহার ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। ইউক্রেন হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান রাশিয়া থেকে বিনিয়োগ প্রত্যাহারের পর এই পদক্ষেপ নিচ্ছে মস্কো।
মঙ্গলবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখায়েল মিশুস্তিন বলেছেন, এ বিষয়ে একটি ডিক্রি জারি করা হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মঙ্গলবার জাতীয় অর্থনীতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন রুশ প্রধানমন্ত্রী মিখায়েল। এ সময় তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ব্যবসার ক্ষেত্রে যতটা না অর্থনৈতিক বিবেচনা কাজ করছে, তার চেয়েও রাজনৈতিক চাপ বেশি প্রভাব ফেলছে। তাই বিদেশি বিনিয়োগকারীরা যাতে তাঁদের বিনিয়োগ ও সম্পত্তি রাশিয়া থেকে সরিয়ে নিতে না পারেন, সে জন্য সাময়িক নিষেধাজ্ঞা জারি করে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রির খসড়া প্রস্তুত করা হয়েছে।
রুশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ায় যাঁরা বিনিয়োগ করেছেন, ভবিষ্যতেও তাঁদের এ বিনিয়োগ প্রবাহ অব্যাহত থাকবে বলে আশা করছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে নিষেধাজ্ঞার চাপ ক্রমেই প্রশমিত হয়ে আসবে। তত দিন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের রাশিয়ায় তাঁদের বিনিয়োগ অব্যাহত রাখতে হবে।’
এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে নাৎসিবাদের প্রভাবমুক্ত এবং নিরস্ত্রীকরণ করতে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থান থেকে টলাতে পারবে না।
এর আগে গত শনিবার পেসকভ বলছিলেন, নিষেধাজ্ঞার কারণে ক্ষয়ক্ষতি কমাতে অবশ্যই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থনৈতিক সব খাতের কার্যক্রম সচল রাখা নিশ্চিত করা হচ্ছে। এসব করার সব ধরনের সম্ভাবনা ও সক্ষমতা রাশিয়ার আছে।