নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর হতে অপহৃত কলেজ ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে র্যাব।
পরে র্যাবের সহযোগিতায় বক্তাবলীর রাজাপুরের পিতার বাড়িতে ফিরে আসে তিশা আক্তার মীম।
বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে সিলেট হতে অপহরনকারী পায়েল সহ অপহৃতাকে উদ্ধার করে রেবের দল।
অপহৃত মীমের পিতা আব্দুল আলী মুঠোফোনে জানান,আমার মেয়ে বাসায় ফিরে এসেছে। আমি ঢাকা হতে এই মাত্র বাসায় ফিরলাম বলে মোবাইল সংযোগ বিছিন্ন করে দেন।
গত ২০ ফেব্রুয়ারী সকালে বাসা হতে কলেজে যাবার পথে অপহরনকারী পায়েল কলেজ ছাত্রী মীমকে অপহরন করে নিয়ে যায়।পরে আব্দুল আলী বাদী হয়ে পায়েল,তার পিতা মাতা সহ ৫ জনের নামে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।রেবের সহযোগিতায় কলেজ ছাত্রী উদ্ধার হয়।