লিজা:- নারায়ণগঞ্জে নিত্যপণ্যের দাম কমানো ও জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করাসহ শ্রমিক বিরোধী আইন ও বিধিমালা পরিবর্তন করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটি।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার (৪ মার্চ) বিকাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম, এ, শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, টিইউসি’র জেলা কমিটির সদস্য আঃ ছালাম, দিলীপ দাস, প্যারাডাইজ কেবল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল মিয়া ও আলেয়া বেগম প্রমূখ।
এ সমাবেশ থেকে জাতীয় নিন্মতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ করাসহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার নান্দা জানানো হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে লুটেরাদের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে। বন্ধ কারখানা চালু করতে হবে। শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। সকল শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে নেতৃবৃন্দ বলেন ২০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি, ২৫ টি পাটকল ও চিনিকল রাক্ষার দাবিসহ বিভিন্ন দাবি নিয়ে অচিরেই আন্দোলনের ডাক আসছে, মাঠে নামার জন্য দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল লাল পতাকা মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।