নির্মমভাবে হত্যার শিকার নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর ৯ম মৃত্যুবার্ষিকীতে ত্বকীর সমাধি জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
রবিবার(৬ মার্চ)সকাল সোয়া ৯টায় পুরান বন্দর এলাকার সিরাজ শাহ্’র মাজারে অবস্থিত ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ও সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে ত্বকীর আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি,বাসদ,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ, বাংলাদেশ ওয়াকার্স পার্টি নারায়ণগঞ্জ, ক্রান্তি খেলাঘর আসর,সূতি সাংস্কৃতিক একাডেমী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, মাইম ফ্রেস মূখাভিনয়, নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নারায়ণগঞ্জ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
এসময় ফাতেহা পাঠ ও দোয়ায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাস, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা,ক্রান্তি খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির,সূতি সাংস্কৃতিক একাডেমী ধীমান সাহা জুয়েল,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, জিয়াউল ইসলাম কাজল,গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন,নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন,এটা অত্যন্ত দুঃখজনক যে নয় বছর যাবৎ আমাদের সন্তান ত্বকীর হত্যার জন্য বিচার চাইতে হচ্ছে। বিচারটা হচ্ছে না সঠিকভাবে কিন্তু আশা করি যে বাংলাদেশে অনেক গুলো আলোচিত হত্যাকান্ডের বিচার সুসংগঠিত হয়েছে। এমনকি নারায়ণগঞ্জেরও আলোচিত হত্যাকান্ড সংগঠিত হয়েছে এবং এর বিচার হয়েছে।তার ধারাবাহিকতায় আমরা বলতে চাই সরকারের কাছে ত্বকীর হত্যাকান্ডের বিচার দ্র“ত করা হোক।আমরা জানি যে এখানে নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবার জড়িত বিধায় ত্বকী হত্যার বিচারকার্য বিলম্বিত হচ্ছে বলে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ এই ধারনা করে। আমাদের এই ধারণা থেকে সরকার বের হয়ে এসে যেটা সঠিক ও যেটা ন্যায্য এবং আমাদের ছোট বাচ্চাটা ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। আমরা আর চাই না নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিমাসের ৮ তারিখে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ত্বকী হত্যার বিচার চাক।আমরা চাই সুষ্ঠু বিচারের মাধ্যমে যারাই প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে বিচার করা হোক।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শহরের পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যার শাখা খাল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করেনি তদন্তকারী সংস্থা র্যাব। ত্বকীর পরিবারের অভিযোগ, নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবার এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিচারকার্য থেমে আছে।