রমজান পর্যন্ত ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি হবে না

শেয়ার করুন...

দেশে ভোজ্যতেলের যে মজুত আছে, তাতে রমজান পর্যন্ত ঘাটতি হবে না বলে দাবি করেছেন দেশের ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য দেন তাঁরা।

 

সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনও একই সুরে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা তিন মাসের জন্য তেল আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানালে তার সঙ্গেও তিনি একমত পোষণ করেন। এ ছাড়া ব্যবসায়ীরা সরকারকে প্রতি ১৫ দিনে তেলের দাম সমন্বয়ের পরামর্শ দেন।

 

ব্যবসায়ীদের মতামতের পরিপ্রেক্ষিতে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘মনে হচ্ছে, সংকট ভয়াবহ হবে নয়, কিন্তু কোনো কারণে তা ভয়াবহ হিসেবে চিহ্নিত হয়ে গেছে। বাজারে তার প্রভাবও পড়েছে। সে জন্য আমাদের এই সভা, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।’

 

মো. জসিম উদ্দিন আরও বলেছেন, ‘সবাই সরকারকে যে কথা দিয়েছেন, সেই দামে তেল বিক্রি করবেন, অযথা কেউ দাম বাড়াবেন না। সবাই স্বীকার করেছেন, মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকেও জেনেছি, রমজান পর্যন্ত বাজারে সরবরাহের সংকট থাকবে না।’

 

তেলের কোথাও সংকট নেই, তাহলে কেন দাম বাড়বে, এই প্রশ্ন তুলে জসিম উদ্দিন বলেন, এই মুহূর্তে সক্ষমতা অনুযায়ী তেল মজুত আছে, তাহলে দাম বাড়বে কেন। তাঁর প্রশ্ন, বিশ্ববাজারে দাম বাড়লে আজই আমাদের এখানে কেন বাড়বে—এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

 

এ ছাড়া সরকারকে বাজার মনিটরিং বৃদ্ধির আহ্বান জানান জসিম উদ্দিন। প্রয়োজনে এফবিসিসিআইয়ের পক্ষ থেকেও শক্ত বাজার মনিটরিং সেল করা হবে, খোঁজ রাখা হবে, কিন্তু হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর জন্য সবাইকে যেভাবে অসাধু হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, তা ঠিক নয়। এফবিবিসিসিআই সেই দায় নেবে না, কারণ এফবিসিসিআই ব্যবসায়ীদের নেতা, অসাধু ব্যবসায়ীদের না।

 

খোলা তেল নিয়েই বাজারে ঝামেলা বেশি হয় বলে মন্তব্য করেন জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আমি চাই না কোনোভাবেই খোলা তেল বাজারে থাকুক।’ ১০ মিলিগ্রামের ছোট পাঁচ টাকার শ্যাম্পুর প্যাকেট বিক্রি হলে কেন ১০০ বা ২০০ গ্রামের তেলের প্যাকেট বিক্রি করা যাবে না—প্রশ্ন তোলেন তিনি।

 

অনুষ্ঠানে আমদানিকারকেরা বলেন, অপরিশোধিত তেল যখন প্রতি টন ১ হাজার ৪০০ ডলারে আমদানি হয়, তখন সরকারকে কেজিপ্রতি ২৫-২৭ টাকা আমদানি শুল্ক দিতে হয়। এটা যদি সরকার তিন মাসের জন্য মওকুফ করে, তাহলে দাম কিছুটা কমবে। এতে বাজার স্থিতিশীল থাকবে।

 

ব্যবসায়ীদের দাবি, শিগগিরই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। আর তা করতে হলে আমদানি পর্যায়েই শুল্ক কমাতে হবে। অপরিশোধিত তেল বাজারে নিয়ে আসতে রাসায়নিক ও প্যাকেজিং পর্যায়েও সরকার ভ্যাট-কর রাখে, তবে সেটা সমন্বয় করা সময়সাপেক্ষ ব্যাপার বলে উল্লেখ করেন তাঁরা।

 

আমদানিকারকেরা বলছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় এখন প্রতি টনের জন্য ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ ডলারের ওপরে এলসি খুলতে হচ্ছে—এটা সবাই জানেন। এই দামের বিপরীতে সরকারকে প্রতি কেজিতে ৪০-৪৫ টাকার মতো শুল্ক দিতে হবে। এই তেল দেশের বাজারে এলে ভোক্তাদের ওপর চাপ আরও বাড়বে।

 

বিষয়গুলো সরকারের জানা আছে উল্লেখ করে আমদানির সঙ্গে জড়িত একাধিক ব্যবসায়ী বলেন, সরকার যদি এখন সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের জন্য শুল্ক প্রত্যাহার না করে কিংবা ভর্তুকি না দেয়, তাহলে বাজার স্থিতিশীল রাখা কঠিন। অন্যথায় সরকারকেই তেল আমদানি করে বাজারে ছাড়তে হবে।

 

এদিকে সভায় বাজারে তেলের সাময়িক সংকটের ব্যাপারে পরিশোধনকারীদের কারখানা থেকে নিয়ন্ত্রিত সরবরাহকে দায়ী করেন পাইকারি ব্যবসায়ীরা। একই সঙ্গে সরবরাহের ঘাটতি না থাকলেও পাইকারি ও খুচরা ব্যবসায়ী পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন আমদানিকারকেরা।

 

দেশে এখন বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা ও খোলা সয়াবিন ১৪৩ টাকায় বিক্রির সরকারি যে সিদ্ধান্ত আছে, তা পাইকারি ও খুচরা বিক্রেতাদের অনেকেই না মেনে বাড়তি দামে সয়াবিন বিক্রি করছে বলে ক্রেতাদের অভিযোগ আছে।

সর্বশেষ সংবাদ



» নেত্রকোনার দূর্গাপুরে জমি দখলের পায়তারা

» আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে এতিম শিশুকে শীতবস্ত্র বিতরণ

» আমতলিতে একটি সাংবাদিক সংগঠনের ব্যাপক চাঁদাবাজি

» বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৪৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি

» বাংলাদেশ ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র পথচলা শুরু

» বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেসক্লাবে আলোচনা সভা ও পিঠা উৎসব

» ১০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

» তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে বিএনপির মিছিল

» বকশীগঞ্জে ‘বন্ধু একাদশ’র উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

» কায়েতপাড়ায় বহু অপকর্মের হোতা সাবেক ইউপি মেম্বার আব্দুল হাইকে কোর্টে প্রেরন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজান পর্যন্ত ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি হবে না

শেয়ার করুন...

দেশে ভোজ্যতেলের যে মজুত আছে, তাতে রমজান পর্যন্ত ঘাটতি হবে না বলে দাবি করেছেন দেশের ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য দেন তাঁরা।

 

সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনও একই সুরে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা তিন মাসের জন্য তেল আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানালে তার সঙ্গেও তিনি একমত পোষণ করেন। এ ছাড়া ব্যবসায়ীরা সরকারকে প্রতি ১৫ দিনে তেলের দাম সমন্বয়ের পরামর্শ দেন।

 

ব্যবসায়ীদের মতামতের পরিপ্রেক্ষিতে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘মনে হচ্ছে, সংকট ভয়াবহ হবে নয়, কিন্তু কোনো কারণে তা ভয়াবহ হিসেবে চিহ্নিত হয়ে গেছে। বাজারে তার প্রভাবও পড়েছে। সে জন্য আমাদের এই সভা, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।’

 

মো. জসিম উদ্দিন আরও বলেছেন, ‘সবাই সরকারকে যে কথা দিয়েছেন, সেই দামে তেল বিক্রি করবেন, অযথা কেউ দাম বাড়াবেন না। সবাই স্বীকার করেছেন, মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকেও জেনেছি, রমজান পর্যন্ত বাজারে সরবরাহের সংকট থাকবে না।’

 

তেলের কোথাও সংকট নেই, তাহলে কেন দাম বাড়বে, এই প্রশ্ন তুলে জসিম উদ্দিন বলেন, এই মুহূর্তে সক্ষমতা অনুযায়ী তেল মজুত আছে, তাহলে দাম বাড়বে কেন। তাঁর প্রশ্ন, বিশ্ববাজারে দাম বাড়লে আজই আমাদের এখানে কেন বাড়বে—এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

 

এ ছাড়া সরকারকে বাজার মনিটরিং বৃদ্ধির আহ্বান জানান জসিম উদ্দিন। প্রয়োজনে এফবিসিসিআইয়ের পক্ষ থেকেও শক্ত বাজার মনিটরিং সেল করা হবে, খোঁজ রাখা হবে, কিন্তু হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর জন্য সবাইকে যেভাবে অসাধু হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, তা ঠিক নয়। এফবিবিসিসিআই সেই দায় নেবে না, কারণ এফবিসিসিআই ব্যবসায়ীদের নেতা, অসাধু ব্যবসায়ীদের না।

 

খোলা তেল নিয়েই বাজারে ঝামেলা বেশি হয় বলে মন্তব্য করেন জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আমি চাই না কোনোভাবেই খোলা তেল বাজারে থাকুক।’ ১০ মিলিগ্রামের ছোট পাঁচ টাকার শ্যাম্পুর প্যাকেট বিক্রি হলে কেন ১০০ বা ২০০ গ্রামের তেলের প্যাকেট বিক্রি করা যাবে না—প্রশ্ন তোলেন তিনি।

 

অনুষ্ঠানে আমদানিকারকেরা বলেন, অপরিশোধিত তেল যখন প্রতি টন ১ হাজার ৪০০ ডলারে আমদানি হয়, তখন সরকারকে কেজিপ্রতি ২৫-২৭ টাকা আমদানি শুল্ক দিতে হয়। এটা যদি সরকার তিন মাসের জন্য মওকুফ করে, তাহলে দাম কিছুটা কমবে। এতে বাজার স্থিতিশীল থাকবে।

 

ব্যবসায়ীদের দাবি, শিগগিরই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। আর তা করতে হলে আমদানি পর্যায়েই শুল্ক কমাতে হবে। অপরিশোধিত তেল বাজারে নিয়ে আসতে রাসায়নিক ও প্যাকেজিং পর্যায়েও সরকার ভ্যাট-কর রাখে, তবে সেটা সমন্বয় করা সময়সাপেক্ষ ব্যাপার বলে উল্লেখ করেন তাঁরা।

 

আমদানিকারকেরা বলছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় এখন প্রতি টনের জন্য ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ ডলারের ওপরে এলসি খুলতে হচ্ছে—এটা সবাই জানেন। এই দামের বিপরীতে সরকারকে প্রতি কেজিতে ৪০-৪৫ টাকার মতো শুল্ক দিতে হবে। এই তেল দেশের বাজারে এলে ভোক্তাদের ওপর চাপ আরও বাড়বে।

 

বিষয়গুলো সরকারের জানা আছে উল্লেখ করে আমদানির সঙ্গে জড়িত একাধিক ব্যবসায়ী বলেন, সরকার যদি এখন সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের জন্য শুল্ক প্রত্যাহার না করে কিংবা ভর্তুকি না দেয়, তাহলে বাজার স্থিতিশীল রাখা কঠিন। অন্যথায় সরকারকেই তেল আমদানি করে বাজারে ছাড়তে হবে।

 

এদিকে সভায় বাজারে তেলের সাময়িক সংকটের ব্যাপারে পরিশোধনকারীদের কারখানা থেকে নিয়ন্ত্রিত সরবরাহকে দায়ী করেন পাইকারি ব্যবসায়ীরা। একই সঙ্গে সরবরাহের ঘাটতি না থাকলেও পাইকারি ও খুচরা ব্যবসায়ী পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন আমদানিকারকেরা।

 

দেশে এখন বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা ও খোলা সয়াবিন ১৪৩ টাকায় বিক্রির সরকারি যে সিদ্ধান্ত আছে, তা পাইকারি ও খুচরা বিক্রেতাদের অনেকেই না মেনে বাড়তি দামে সয়াবিন বিক্রি করছে বলে ক্রেতাদের অভিযোগ আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD