রাশিয়ার সঙ্গে চীনের ইস্পাত কঠিন সম্পর্ক

শেয়ার করুন...

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমারা রীতিমতো উঠেপড়ে লেগেছে। বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষও পুতিনবিরোধী বিক্ষোভ প্রদর্শন করছে। খোদ রাশিয়াতেই যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষকে আটক করেছে পুতিন সরকার। এমন পরিস্থিতিতেই চীন জানিয়েছে, মস্কো-বেইজিংয়ের সম্পর্ক এখনো ‘ইস্পাত কঠিন’। চলমান যুদ্ধেও যে চীন রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে সেটা অনেকটা রাখঢাক না রেখেই জানিয়েছে চীন। জাতিসংঘে নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়া সে ইঙ্গিতই দেয়। অবশ্য রাশিয়ার পক্ষ নিলেও বেইজিং বলছে, শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে রাজি আছে তারা। আজ সোমবার বেইজিংয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

 

গত মাসে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের ‘কোনো সীমা’ নেই বলে দাবি করেছিল চীন। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বেশ শক্ত। দুই পক্ষের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনেক বিস্তৃত।

 

তিনি আরও বলেন, সংকট নিরসনে চীন প্রয়োজনীয় মধ্যস্থতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

 

এর আগে গত সপ্তাহে স্প্যানিশ দৈনিক এল মুন্ডোকে সাক্ষাত্কার দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। সে সময় তিনি বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় চীনের মধ্যস্থতা করা উচিত। কারণ, পশ্চিমা শক্তিগুলো শান্তি আলোচনায় কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।
বেইজিংও বারবার বলে আসছে যে তারা সংকট নিরসনে ‘দুই পক্ষকে আলোচনায় বসাতে একটি গঠনমূলক ভূমিকা পালন করবে। যদিও এর আগে চীন কোনো শান্তি আলোচনায় যোগদান বা আয়োজন করার প্রতিশ্রুতি দেয়নি।

 

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাবেন তাঁরা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী চীন-রাশিয়া সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই দুই দেশের যে সম্পর্ক তা ‘বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য সহায়ক’।

 

ওয়াং ই বলেন, গত মাসের চীন-রাশিয়া অংশীদারত্বের প্রতিশ্রুতি ‘স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে বিশ্বকে দেখাচ্ছে’ যে উভয় দেশই ‘সম্মিলিতভাবে শীতল যুদ্ধের মানসিকতার পুনরুজ্জীবনের বিরোধিতা করে’।

 

চলতি মাসে রাশিয়ান গ্যাস জায়ান্ট গ্যাজপ্রম জানিয়েছে, তারা চীনে একটি পাইপলাইনের নকশা করার জন্য চুক্তি সই করেছে। চীনে গ্যাস সরবরাহের চুক্তির একটি পদক্ষেপ এটি। গ্যাজপ্রম বলছে, রাশিয়া চীনে গ্যাস সরবরাহ করলে তাদের ইউরোপীয় ক্রেতাদের ওপর থেকে নির্ভরতা কমবে।

 

এদিকে রাশিয়ান ব্যাংকগুলো গতকাল রোববার জানিয়েছে, তারা চীনের ইউনিয়নপে প্রযুক্তি ব্যবহার করে কার্ড ইস্যু করার পরিকল্পনা করেছে। রাশিয়ায় ভিসা ও মাস্টারকার্ড তাদের কার্যক্রম স্থগিত করার পর এ সিদ্ধান্ত নিয়েছে রুশ ব্যাংকগুলো।
একসময়ের তিক্ত স্নায়ুযুদ্ধের দুই প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও রাশিয়া। প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট সি চিন পিং ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন শক্তির মোকাবিলা করতে দুই দেশ ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর চীনকে এই সংকট নিরসনে মধ্যস্থতায় আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য লবিং করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্রদের সতর্ক করে ওয়াং বলেন, তারা রাশিয়া-চীনের অনানুষ্ঠানিক জোট ‘তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত হবে না’।

 

ইউক্রেনে রুশ অভিযানের ইস্যুকে চীনের জন্য ‘পছন্দ নির্বাচনের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় চীন যে প্রতিশ্রুতিবদ্ধ এটি প্রমাণের জন্য রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চীনের ওপর চাপ প্রয়োগ করে অস্ট্রেলিয়া।

 

লয়ে ইনস্টিটিউটের বুদ্ধিজীবীদের মরিসন বলেন, ইউক্রেনের ওপর চলমান রুশ অভিযানে অন্য যে কোনো দেশের চেয়ে চীনের ওপরই বেশি প্রভাব পড়বে।

 

যুদ্ধবিষয়ক বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ চীনকে স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানের বিরুদ্ধে একই পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং।

 

এ বিষয়ে ওয়াং বলেছেন, ‘তাইওয়ান ইস্যুটি ইউক্রেন ইস্যু থেকে মৌলিকভাবে আলাদা।’ তিনি আরও বলেন, তাইওয়ান ‘অবশেষে মাতৃভূমির আলিঙ্গনে ফিরে আসবে।’ তাইওয়ানকে চীনের অংশ দাবি করে তিনি বলেন, ‘তাইওয়ান ইস্যুটি চীনের একান্তই অভ্যন্তরীণ।’

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় কিস্তির টাকার জন্য নারীকে কু-প্রস্তাব, ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা!

» চাষাড়ায় ইজিবাইক থেকে ছাত্রদল নেতা পায়েলের ব্যাপক চাদাঁবাজি!

» মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূরঞ্জন সরকারের লাশ উদ্ধার

» একাধিক মামলার আসামী হলেও মাদক সম্রাট মিঠুন ও কিলার আক্তার বহাল তবিয়তে

» ফতুল্লায় হঠাৎ বেড়েছে চোরের উপদ্রব

» বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার সদস্য পদে সানাউল্লাহ নির্বাচিত

» ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামী আওয়াল গ্রেফতার

» রামারবাগের ভূমিদস্যু আলতাফ গংদের বিরুদ্ধে জিডি

» বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৩ আগস্ট ২০২৫, খ্রিষ্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে চীনের ইস্পাত কঠিন সম্পর্ক

শেয়ার করুন...

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমারা রীতিমতো উঠেপড়ে লেগেছে। বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষও পুতিনবিরোধী বিক্ষোভ প্রদর্শন করছে। খোদ রাশিয়াতেই যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষকে আটক করেছে পুতিন সরকার। এমন পরিস্থিতিতেই চীন জানিয়েছে, মস্কো-বেইজিংয়ের সম্পর্ক এখনো ‘ইস্পাত কঠিন’। চলমান যুদ্ধেও যে চীন রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে সেটা অনেকটা রাখঢাক না রেখেই জানিয়েছে চীন। জাতিসংঘে নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়া সে ইঙ্গিতই দেয়। অবশ্য রাশিয়ার পক্ষ নিলেও বেইজিং বলছে, শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে রাজি আছে তারা। আজ সোমবার বেইজিংয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

 

গত মাসে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের ‘কোনো সীমা’ নেই বলে দাবি করেছিল চীন। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বেশ শক্ত। দুই পক্ষের ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনেক বিস্তৃত।

 

তিনি আরও বলেন, সংকট নিরসনে চীন প্রয়োজনীয় মধ্যস্থতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

 

এর আগে গত সপ্তাহে স্প্যানিশ দৈনিক এল মুন্ডোকে সাক্ষাত্কার দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। সে সময় তিনি বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় চীনের মধ্যস্থতা করা উচিত। কারণ, পশ্চিমা শক্তিগুলো শান্তি আলোচনায় কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।
বেইজিংও বারবার বলে আসছে যে তারা সংকট নিরসনে ‘দুই পক্ষকে আলোচনায় বসাতে একটি গঠনমূলক ভূমিকা পালন করবে। যদিও এর আগে চীন কোনো শান্তি আলোচনায় যোগদান বা আয়োজন করার প্রতিশ্রুতি দেয়নি।

 

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাবেন তাঁরা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী চীন-রাশিয়া সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই দুই দেশের যে সম্পর্ক তা ‘বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য সহায়ক’।

 

ওয়াং ই বলেন, গত মাসের চীন-রাশিয়া অংশীদারত্বের প্রতিশ্রুতি ‘স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে বিশ্বকে দেখাচ্ছে’ যে উভয় দেশই ‘সম্মিলিতভাবে শীতল যুদ্ধের মানসিকতার পুনরুজ্জীবনের বিরোধিতা করে’।

 

চলতি মাসে রাশিয়ান গ্যাস জায়ান্ট গ্যাজপ্রম জানিয়েছে, তারা চীনে একটি পাইপলাইনের নকশা করার জন্য চুক্তি সই করেছে। চীনে গ্যাস সরবরাহের চুক্তির একটি পদক্ষেপ এটি। গ্যাজপ্রম বলছে, রাশিয়া চীনে গ্যাস সরবরাহ করলে তাদের ইউরোপীয় ক্রেতাদের ওপর থেকে নির্ভরতা কমবে।

 

এদিকে রাশিয়ান ব্যাংকগুলো গতকাল রোববার জানিয়েছে, তারা চীনের ইউনিয়নপে প্রযুক্তি ব্যবহার করে কার্ড ইস্যু করার পরিকল্পনা করেছে। রাশিয়ায় ভিসা ও মাস্টারকার্ড তাদের কার্যক্রম স্থগিত করার পর এ সিদ্ধান্ত নিয়েছে রুশ ব্যাংকগুলো।
একসময়ের তিক্ত স্নায়ুযুদ্ধের দুই প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও রাশিয়া। প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট সি চিন পিং ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন শক্তির মোকাবিলা করতে দুই দেশ ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর চীনকে এই সংকট নিরসনে মধ্যস্থতায় আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য লবিং করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্রদের সতর্ক করে ওয়াং বলেন, তারা রাশিয়া-চীনের অনানুষ্ঠানিক জোট ‘তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত হবে না’।

 

ইউক্রেনে রুশ অভিযানের ইস্যুকে চীনের জন্য ‘পছন্দ নির্বাচনের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় চীন যে প্রতিশ্রুতিবদ্ধ এটি প্রমাণের জন্য রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চীনের ওপর চাপ প্রয়োগ করে অস্ট্রেলিয়া।

 

লয়ে ইনস্টিটিউটের বুদ্ধিজীবীদের মরিসন বলেন, ইউক্রেনের ওপর চলমান রুশ অভিযানে অন্য যে কোনো দেশের চেয়ে চীনের ওপরই বেশি প্রভাব পড়বে।

 

যুদ্ধবিষয়ক বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ চীনকে স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানের বিরুদ্ধে একই পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং।

 

এ বিষয়ে ওয়াং বলেছেন, ‘তাইওয়ান ইস্যুটি ইউক্রেন ইস্যু থেকে মৌলিকভাবে আলাদা।’ তিনি আরও বলেন, তাইওয়ান ‘অবশেষে মাতৃভূমির আলিঙ্গনে ফিরে আসবে।’ তাইওয়ানকে চীনের অংশ দাবি করে তিনি বলেন, ‘তাইওয়ান ইস্যুটি চীনের একান্তই অভ্যন্তরীণ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD