ঐতিহাসিক ৭ মার্চ পালন করেনি ফতুল্লা থানা আ’লীগ-অঙ্গসংগঠন

শেয়ার করুন...

ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের কার্যক্রম দিন দিন স্থবির হয়ে পড়ছে। অনেকটা ঝিমিয়ে ঝিমিয়ে ঘাস খাওয়ার মত, যেটাকে ‘ঘোড়া রোগ’ বলে। আওয়ামী লীগের ইতিহাসে ঐতিহাসিক ৭ মার্চ একটি বিশেষ দিন। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সরকারী দপ্তর সহ বে-সরকারী প্রতিষ্ঠানে গুরুত্বের সাথে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। কিন্তু সেখানে ঐতিহাসিক ৭ মার্চের কথা বেমালুম ভুলেই গেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

 

দলের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা জানান, আখের গোছাতে গোছাতে তারা ঐতিহাসিক ৭ মার্চের কথা ভুলে গেছে হয়তো। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকা- না থাকলেও পদ নিয়ে থানা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল রয়েছে। পঞ্চবটির বাস টার্মিনাল চত্বরে নবনির্মিত দলীয় কার্যালয় প্রায় সময়ই ফাঁকা থাকে। থানা কমিটির নেতারা দলীয় কার্যালয়ে যান না।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যক্রম নিয়ে একেবারেই উদাসীন। দলীয় পদে থাকলেই পকেট ভারী হয়, এজন্যই দলে থাকেন তারা। দীর্ঘদিন ধরে তাদের এসকল উদাসীন কার্যক্রম লক্ষ্যনীয়। দলের সাংগঠনিক অবস্থা মোটেও ভালো নেই। বেশির ভাগ নেতা নিয়োগ-বাণিজ্য ও টেন্ডাবাজির সঙ্গে জড়িত। ঐতিহাসিক ৭ মার্চের কথা ভুলে যাওয়ায় তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক কানাঘুষা চলছে। ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন না করার কারণ জানতে থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সাথে এ প্রতিবেদক যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং মিথ্যা তথ্য প্রদান করেন।

 

এ বিষয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক বলেন, ফতুল্লা ডিআইটি মাঠে সকালে ভাষণ ছাড়ছিলাম। বিকালে ঘরোয়াভাবে আলোচনা করছি।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন বলেন, এ বিষয়ে আমাকে ফোন দিয়েছেন কেনো? থানা কমিটির সভাপতি-সেক্রেটারিকে ফোন দেন।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, ৭ই মার্চ পালন করি নাই, এটা দুঃখের বিষয়। কিন্তু আমরা ফুল দিছি। কিন্তু কোথায় ফুল দিয়েছেন জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে উত্তর দিতে পারেননি।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত দুইটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়েছি। বিকালে যুবলীগের পক্ষ থেকে নিজ কার্যালয়ে মিলাদ পড়ানো হয়েছে।

 

ইতিহাস : ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। তার এই ভাষণ ছিল জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার চূড়ান্ত নির্দেশনা। এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তার ভাষণে শতাব্দীর পর শতাব্দী ধরে পরাধীন জাতিকে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। মাত্র ১৮ মিনিটের ভাষণে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সাড়ে সাত কোটি বাঙালিকে দিক-নির্দেশনা দেন তিনি। তার ওই ভাষণের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে ওঠে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সকল দিক-নির্দেশনা। মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমি যদি হুকুম দিবার নাও পারি…, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত থাকো।’ ৭ মার্চের এই ভাষণের মধ্যেই স্পষ্ট ছিল পাকিস্তানের শোষণ-নির্যাতন থেকে মুক্ত হতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। পাকিস্তানের শাসন-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত পর্বে বঙ্গবন্ধু এই ভাষণ দেন। ২০১৭ সালের অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের এই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের (ওয়ার্ল্ড হেরিটেজ) স্বীকৃতি দেয়।

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় কিস্তির টাকার জন্য নারীকে কু-প্রস্তাব, ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা!

» চাষাড়ায় ইজিবাইক থেকে ছাত্রদল নেতা পায়েলের ব্যাপক চাদাঁবাজি!

» মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূরঞ্জন সরকারের লাশ উদ্ধার

» একাধিক মামলার আসামী হলেও মাদক সম্রাট মিঠুন ও কিলার আক্তার বহাল তবিয়তে

» ফতুল্লায় হঠাৎ বেড়েছে চোরের উপদ্রব

» বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার সদস্য পদে সানাউল্লাহ নির্বাচিত

» ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামী আওয়াল গ্রেফতার

» রামারবাগের ভূমিদস্যু আলতাফ গংদের বিরুদ্ধে জিডি

» বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৩ আগস্ট ২০২৫, খ্রিষ্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ মার্চ পালন করেনি ফতুল্লা থানা আ’লীগ-অঙ্গসংগঠন

শেয়ার করুন...

ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের কার্যক্রম দিন দিন স্থবির হয়ে পড়ছে। অনেকটা ঝিমিয়ে ঝিমিয়ে ঘাস খাওয়ার মত, যেটাকে ‘ঘোড়া রোগ’ বলে। আওয়ামী লীগের ইতিহাসে ঐতিহাসিক ৭ মার্চ একটি বিশেষ দিন। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সরকারী দপ্তর সহ বে-সরকারী প্রতিষ্ঠানে গুরুত্বের সাথে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। কিন্তু সেখানে ঐতিহাসিক ৭ মার্চের কথা বেমালুম ভুলেই গেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

 

দলের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা জানান, আখের গোছাতে গোছাতে তারা ঐতিহাসিক ৭ মার্চের কথা ভুলে গেছে হয়তো। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকা- না থাকলেও পদ নিয়ে থানা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কোন্দল রয়েছে। পঞ্চবটির বাস টার্মিনাল চত্বরে নবনির্মিত দলীয় কার্যালয় প্রায় সময়ই ফাঁকা থাকে। থানা কমিটির নেতারা দলীয় কার্যালয়ে যান না।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যক্রম নিয়ে একেবারেই উদাসীন। দলীয় পদে থাকলেই পকেট ভারী হয়, এজন্যই দলে থাকেন তারা। দীর্ঘদিন ধরে তাদের এসকল উদাসীন কার্যক্রম লক্ষ্যনীয়। দলের সাংগঠনিক অবস্থা মোটেও ভালো নেই। বেশির ভাগ নেতা নিয়োগ-বাণিজ্য ও টেন্ডাবাজির সঙ্গে জড়িত। ঐতিহাসিক ৭ মার্চের কথা ভুলে যাওয়ায় তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক কানাঘুষা চলছে। ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন না করার কারণ জানতে থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সাথে এ প্রতিবেদক যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং মিথ্যা তথ্য প্রদান করেন।

 

এ বিষয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক বলেন, ফতুল্লা ডিআইটি মাঠে সকালে ভাষণ ছাড়ছিলাম। বিকালে ঘরোয়াভাবে আলোচনা করছি।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন বলেন, এ বিষয়ে আমাকে ফোন দিয়েছেন কেনো? থানা কমিটির সভাপতি-সেক্রেটারিকে ফোন দেন।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, ৭ই মার্চ পালন করি নাই, এটা দুঃখের বিষয়। কিন্তু আমরা ফুল দিছি। কিন্তু কোথায় ফুল দিয়েছেন জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে উত্তর দিতে পারেননি।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত দুইটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়েছি। বিকালে যুবলীগের পক্ষ থেকে নিজ কার্যালয়ে মিলাদ পড়ানো হয়েছে।

 

ইতিহাস : ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। তার এই ভাষণ ছিল জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার চূড়ান্ত নির্দেশনা। এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তার ভাষণে শতাব্দীর পর শতাব্দী ধরে পরাধীন জাতিকে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। মাত্র ১৮ মিনিটের ভাষণে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সাড়ে সাত কোটি বাঙালিকে দিক-নির্দেশনা দেন তিনি। তার ওই ভাষণের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে ওঠে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সকল দিক-নির্দেশনা। মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমি যদি হুকুম দিবার নাও পারি…, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত থাকো।’ ৭ মার্চের এই ভাষণের মধ্যেই স্পষ্ট ছিল পাকিস্তানের শোষণ-নির্যাতন থেকে মুক্ত হতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। পাকিস্তানের শাসন-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত পর্বে বঙ্গবন্ধু এই ভাষণ দেন। ২০১৭ সালের অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের এই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের (ওয়ার্ল্ড হেরিটেজ) স্বীকৃতি দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD