লিজাঃ- বাংলাদেশের কমিউনিস্ট পাটি ( সিপিবি ) নারায়ণগঞ্জ জেলাকমিটি দ্রব্যমূল্য বৃদ্ধি ঘুষ,দূর্নীতি ও লুটপাট রুখে দাঁড়াও (সিপিবি) দ্রব্যমূল্য বৃদ্বি, ঘুষ , দূর্নীতি , লুটপাট বন্ধ এবং শ্রমজীবি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন অাশু ও জরুরী দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি সিপিবি , দেশব্যাপী অাজ থেকে হাটসভা সমাবেশ, ৷ মিছিল, পদযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দাবি সপ্তাহের কর্ম সূচি শুরু হয়েছে ।সিপিবির ও কেন্দ্র ঘোষিত কর্ম সূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যেগে বৃহস্পতিবার ( ১০মার্চ )বিকেল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি, নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুর ইসলাম
বক্তব্য রাখেন নারায়ণ গঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুত্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবতী ,কমরেড দুলাল সাহা,কমরেড জাকির হোসেন কমরেড
অা: হাই শরিফ ,শাহানাজ বেগম ,অাব্দুস সালাম বাবুল, ইকবাল হোসেন ,ও এম এ শাহীন প্রমূখ ।