তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারহীনতার ৯ বছর উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে সমাবেশে রফিউর রাব্বি বলেন,শামীম ওসমান তুড়ি দিলেই নাকি ৩-৪ লাখ মানুষ চলে আসে। সেই দিন আর নাই। আমি তাকে বলি আপনি ৫ দিন সময় নিয়ে ৫০ হাজার মানুষ জোগার করেন। আমরা দেখতে চাই আপনার জায়গাটা কোন জায়গায় আছে। ভোটের সময় ৭০ হাজার ভোট পান। কথা বলার সময় বুঝে শুনে কথা বলবেন। ১ লাখ ২ হাজার ভোটে ফেল করেছেন। অথচ ডিসি-এসপিরা আসলে ভয় দেখিয়ে বলেন ডাক দিলে লাখ-লাখ মানুষ চলে আসে।
শুক্রবার(১১ মার্চ)বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহীদ মিনারে এ কথা বলেন তিনি।
রফিউর রাব্বি বলেন, শামীম ওসমানদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের অত্যাচার, নির্যাতন ও খুন করে তারা। তাদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের ধরে নিয়ে টর্চার সেলে নিয়ে টর্চার করা হয়। তার জন্য তারা টর্চার সেল বানায়। পরিবহনে চাঁদাবাজি, হকারদের থেকে চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ হেন কোন কাজ নেই যা তারা করে না। কে টেলিকম নামে একটি প্রতিষ্ঠান করে যেই প্রতিষ্ঠানে শামীম ওসমান, তার স্ত্রী, সন্তান ও শ্যালক, একজন গার্মেন্টস মালিকও রয়েছে। এই কে টেলিকম দিয়ে বিটিআরসির ১০৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। বিটিআরসি তাদের বিরুদ্ধে মামলা করেছে। পরবর্তীতে এমন তিনজনকে এটি হস্তান্তর দেখিয়েছে যাদের কোন ঠিকানা নাই।
তিনি আরো বলেন, সড়ক ও জনপথের জায়গায় সদর উপজেলা চেয়ারম্যানকে দিয়ে ত্বকী হত্যার সাথে বিভিন্নভাবে জডড়িত থাকা সায়াম প্লাজায় থাকা শামীম ওসমানের ক্যাডার নম পার্ক বানিয়েছে। জায়গা সওজের আর দলিল বানিয়েছে উপজেলা চেয়ারম্যানের সাথে। এই নম পার্কে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে বেড়ায় তারা।এখন এই নর্ম পার্ক হয়ে উঠেছে টর্চার সেল। এখন এখানে বসে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে আর তাদের বিরুদ্ধে যে মুখ খুলে তাকে এই টর্চার সেলে নিয়ে টর্চার করা হয়। বিঘার পর বিঘা জায়গা তারা আত্মসাৎ করেছে। বালুর মাঠে রাজউকের জায়গা রাজকারের ছেলের মাধ্যমে আত্মসাৎ করেছে। সরকারি জায়গা যেন তাদের বাপ-দাদার জায়গা। কিন্তু দুদক তাদেরকে চোখে দেখে না। আইনের আওতায় আনার কোন উদ্যোগ আছে বলে মনে করে না।
রফিউর আরো বলেন,শামীম ওসমানরা নারায়ণগঞ্জের মানুষকে প্রচন্ড ভয় পায়। তাই রাতে তারা নারায়ণগঞ্জে থাকে না। দিনে আসলেও বডিগার্ড দিয়ে বেষ্টিত থাকে। নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের লোভ তারা এখনও সংবরণ করতে পারে না। লাশ ফেললেও চাঁদাবাজি, লুটতরাজ, ভূমিদস্যুতার বিরুদ্ধে নারায়ণগঞ্জের মানুষ দাঁড়াবে। সে যত বড় গডফাদার থাক এবং তার পেছনে যত বড় ক্ষমতাধর শক্তি, যত প্রধানমন্ত্রী, পুলিশ, প্রশাসন থাক তাদের বিরুদ্ধে মানুষ দাাঁবে। নারায়ণগঞ্জের মানুষ এই সমস্ত দেখে দেখে অভ্যস্ত হয়েছে। ভয়কে দেখে দেখে জয় করতে শিখেছে। তারা এখন ভয় পায় না।
সমাবেশে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় সমাবেশটি সভাপতিত্ব করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মাহমুদ,মানবাধিকার কর্মী ও নারী নেত্রী খুশি কবির,খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী,সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সভাপতি এড.এ বি সিদ্দিক,কবি হালিম আজাদ,বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাস, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা,ক্রান্তি খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, জিয়াউল ইসলাম কাজল প্রমূখ।