নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারীর নেতৃত্বে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জনসচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকালে বক্তাবলী বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী মাহমুদ, নুর হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান ফকির,বিএনপি নেতা আবুল কালাম আজাদ,মোঃ বাদশা মিয়া,রহমতউলাহ,নবী হোসেন, জুয়েল হোসেন প্রমুখ।
আলাউদ্দিন বারী বলেন,বর্তমান সরকারের আমলে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ১০ টাকা মূল্যের চাল খাওয়াবে বলে কথা দিলেও এখন ৭০ টাকা কেজিতে খেতে হয়।তেলের লিটার ২০০ টাকা হয়েছে। অন্যান্য সকল নিত্যপন্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এর মূল কারন সরকার দলীয় নেতাকর্মীদের ও ব্যবসায়ীদের সিন্ডিকেট চক্র। তারা উন্নয়নের নামে লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে বিশ্ব রেকর্ড করেছে বেহায়া সরকার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে পদত্যাগ করতে সরকারের প্রতি জোর দাবী জানান।