ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশ সম্পন্ন হয়েছে ফতুল্লার ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপিঠ নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন। চার জন অভিভাবক সদস্য পদের জন্য ছয়জন প্রার্থী নির্বাচনে অংশ নেন, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা অভিভাভাকদের ভোটগ্রহন চলে। মোট ১১৬৬ ভোটের মধ্যে ৬৬৯ ভোট কাষ্ট হয় ।
মোঃ নাছির উদ্দীন ৪৭৪ ভোট ১ম, মোঃ সাইদুর রহমান ৩০৪ ভোট পেয়ে ২য়, মো হাতেম ২৬৯ ভোট পেয়ে ৩য়, এবং মোঃ শাহজাহান ২৫৯ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, নির্বাচন পর্যবেক্ষণ করেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, মেম্বার শামীম আহম্মেদ, মেম্বার আবদুল জলিল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা আলিম শেখ, যুবদল নেতা আমির হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হারুন অর রশীদ।