মোঃ পন্ডিত হোসেন:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা কাশিপুর শান্তিনগরে ২নং ওয়ার্ড কাশিপুর যুবলীগের প্রয়াত সভাপতি শাহীন আলমের স্বরণে ফ্রিজ কাপ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১মার্চ) উত্তর কাশিপুর শান্তিনগর বালুর মাঠে শরিফুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার ইমদাদুল হক খোকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনগর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ কামাল হোসেন,কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ মোঃ সোহেল,২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক রুহুল আতিন,মহিউদ্দিন ডাইং এর এম,ডি আলহাজ্ব শফিক আহম্মেদ নাজিমুল হক, শান্তিনগর জামে মসজিদের সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দেওয়ান, ২নং আওয়ামী লীগ নেতা মুন্না আহমেদ,আমন্ত্রিত অতিথি ২নং আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ ফাতু, বন ও পরিবাশ সম্পাদক শ্রী উমেশ দাশ,আসিফ আহমেদ তপু,শাকিল রানা,কবির দেওয়ান,আরিফুল ইসলাম দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির ইউসুফ,রাসেল,রাকিব,সোহাগ,পাভেল,ওমর,রনি,আলমগীরসহএলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় শান্তিনগর বয়েজ ক্লাব বনাম উওর কাশিপুর সূর্য তরুন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
ফাইনালে উওর কাশিপুর সূর্য তরুন সামাজিক সংগঠন হারিয়ে শান্তিনগর বয়েজ ক্লাব জয়লাভ করে।খেলাটি পরিচালনা করেন রাতুল ও জাহিদ আলম।শান্তিনগর যুব সমাজের আয়োজনে এ খেলাটি হয়।সার্বিক ব্যবস্হাপনার ছিলেন মরহুম শাহীন আলম ফাউন্ডেশন।