নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ‘অতিরিক্ত ঘুমের ওষুধ’ খেয়ে গাজী জাবেদ(৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার বিকেলে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজী জাভেদ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার খলিল মেম্বার এর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত শনিবার রাতে গাজী জাভেদ দুই পাতা ঘুমের ঔষধ খেয়ে তার বন্ধু রুবেল ও আবদুল আলীকে বলে যে আমি ঘুমের ঔষধ খেয়েছে আমাকে বাঁচা আমার পরিবারের কাউকে বলিস না।
জাভেদ অচেতন অবস্থায় খাঁনপুর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেন তাঁর স্বজনেরা। ওই সময় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে অসুস্থ হয়ে পড়েছেন বলে তারা জানান।
পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কথায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে তার পরিবার বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে, অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী তার পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যা করেছেন বলে মনে করছেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।