ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির কোষাধক্ষ্য আল আমিন চৌধুরীর মা সোমবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৪ পুত্র আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নামাজে জানাজা শেষে ফতুল্লা রামারবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।