নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর হাজী আলী হোসেন বেপারী মাদরাসার উদ্যোগে হাফেজ ছাএদের দস্তারবন্দি উপলক্ষে ২৬তম ২দিনব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার,মঙ্গলবার(১৪,১৫ মার্চ) সৈয়দপুর ঈদগাহ ময়দানে এ আয়োজন করা হয়।
১ম দিন সোমবার মাদরাসা হিফজ বিভাগের সভাপতি মিলন হোসেন শ্যামলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন আল্লামা ড. লুৎফর রহমান,লক্ষীপুর।বিশেষ অতিথি ছিলেন মোঃ মজিবুর রহমান,নাজির হোসেন ফকির,আব্দুর রহমান পাঠান,মাহবুব রহমান পাপ্পু,আলহাজ্ব আনিসুর রহমান, লতিফ খান,
আলহাজ্ব জসীমউদ্দীন প্রমূখ।
প্রধান অতিথি ছিলেন সাজাহান আলম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। বিশেষ বক্তা ছিলেন মাওঃ আব্দুস সালাম, ঢাকা।
২য় দিন মঙ্গলবার মাহফিলে আলহাজ্ব আলমাছ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ড.সাইয়্যেদ মোহাম্মদ এনায়েত আব্বাসী, পীর সাহেব জৈনপুরী।বিশেষ বক্তা কাজী মারুফ বিল্লাহ,ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন এস এম রানা,আলহাজ্ব দেলোয়ার হোসেন,হারুন অর রশিদ,মকির হোসেন,ইমরান প্রমূখ।,
মাহফিলের সার্বিক তও্বাবধায়নে ও ব্যবস্হাপনায় ছিলেন অএ মাদরাসা হিফজ বিভাগের যুগ্ন সম্পাদক মোঃ সৈকত হোসেন, রফিকুল ইসলাম রফিক ৫নং ওয়ার্ড মেম্বার গোগনগর ইউপি,হাফেজ মাওঃ আইনুল হক। আরজগুজার ছিলেন অএ মারদাসা মুহতামিম মাওলানা মোঃ শফিউল আলম।