নারায়ণগঞ্জে কথিত নামধারী সাংবাদিকদের স্টিকারে সিন্ডিকেট বানিজ্যে শহরময় অবৈধ যান অটো,ব্যাটারিচালিত রিকশা ও মিশুক।
শহরে অটো,ব্যাটারিচালিত রিকশা ও মিশুক নিষিদ্ধ হবার পরও কিছু কথিত সাংবাদিকদের স্টিকারে শহরে দিব্ব্যি দাঁপিয়ে চলছে।এর ফলেই শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে গড়ে উঠছে অবৈধ গাড়ীর স্ট্যান্ড।যার কারনে শহরবাসীকে পড়তে হচ্ছে যানজটের ভোগান্তিতে।
শহরে তিন চাক্কার অবৈধ গাড়ীর প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এই কথিত সাংবাদিকদের মাধ্যমে সহজেই শহরে প্রবেশ করছে এই অবৈধ যান।শহরে প্রতিটি এই অবৈধ যান চলাচলের জন্য নিচ্ছে মোটা অংকের টাকা কথিত এই সাংবাদিকরা। প্রতিটি অটো,অটোরিকশা ও মিশুককে দিতে হচ্ছে এককালীন সাড়ে ৩ হাজার টাকা এই কথিত সাংবাদিকদের স্টিকারের জন্য। এছাড়াও প্রতিটি গাড়ীর জন্য মাসিক দিতে হয় আরো ১৫০০-২৫০০ টাকা। এই এককালীন ও মাসিক টাকা আবার ভাগ হচ্ছে দুই ভাগে। এক ভাগ যাচ্ছে কথিত সাংবাদিকদের পকেটে অন্য ভাগ যাচ্ছে ট্রাফিক পুলিশের সহকারী উপ পরিদর্শক(এএসআই)আবুল বাশারের মাধ্যমে।
এই গাড়ীগুলো আবার মাসিক চুক্তিও হচ্ছে সেই কথিত কিছু সাংবাদিকদের মাধ্যমে কিছু অসাধু পুলিশ কর্মকর্তার সাথে। এছাড়াও চাষাড়া শহরমুখী আসা গাড়ী দুই বেলা করে সকাল ৮টায় দিতে হচ্ছে ৫০টাকা ও দুপুরে জন্য ১২টায় দিতে হচ্ছে ৫০ টাকা। দিনে মোট ১০০ টাকা করে দিতে হচ্ছে। অন্যদিকে ২নং রেলগেইট ও ফলপট্টিতেও আলাদা আলাদা করে সকাল ৮টায় ও দুপুর ১২টায় ২০ টাকা করে ৪০ টাকা দিতে হয় পুলিশ সদস্যকে এবং এই অটো,মিশুক গুলোকে আবার শহরে দায়িত্বপ্রাপ্ত তিন রেকারের কর্মকর্তাকে মাসিক ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দিতে হচ্ছে। রেকারের কর্মকর্তারা এই টাকার কিছু অংশ ব্যয় করছে।
জেলায় কথিত সাংবাদিকদের এহেন কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।তারা জানায়,সাংবাদিকরা হলো জাতির চতুর্থ স্তম্ভ এবং জাতির বিবেক। তাদের কাছ থেকে এই ধরনের কার্যক্রম আমরা নারায়ণগঞ্জনাসী আশা করি না। নারায়ণগঞ্জ শহর একটি শান্তিময় স্থান কিন্তু এই শহরে দিন দিন যানজটের ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরবাসীকে।আর এই যানজটের মূল হচ্ছে শহরে তিন চাক্কার অবৈধ যান ইজিবাইক,ব্যাটারিচালিত রিকশা ও অটো। এক তো জেলায় এমনেই অপসাংবাদিকদের দিয়ে ভরপুর অন্যদিকে এদের নামে বেনামে ছেড়ে স্টিকারে শহরে সহজেই প্রবেশ করছে এই অবৈধ যানগুলো। ট্রাফিক পুলিশের নেই তাতে কোন নজরদারি।কিছু হলেই তখন পুলিশ থেকে বলে ট্রাফিক পুলিশে তাদের লোকবল কম কিন্তু তারা যদি কঠোর অবস্থানে থেকে কয়েকদিন দায়িত্ব পালন করে এই অবৈধ যানের বিরুদ্ধে অবশ্যই শহর থেকে অবৈধ যান ও যানজট নিরসন করা সম্ভব।
সচেতন মহল জেলার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন থেকে অপসাংবাদিক ও কথিত সাংবাদিকদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় তার কথা উল্লেখ করে বলেন,নারায়ণগঞ্জে সাংবাদিকদের এত এত সংগঠন তারা কেনো এই অপসাংবাদিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। প্রেস ক্লাব,সাংবাদিক ইউনিয়ন,রিপোর্টাস ক্লাব,রিপোর্টাস ইউনিটি,ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সহ একাধিক সংগঠন রয়েছে তারা যদি জেলার এই অপসাংবাদিকদের ব্যবস্থা নেয় তাহলে জেলা থেকে আরো অপরাধ কমবে।
অন্যদিকে জেলায় কথিত নামধারী সাংবাদিকদের নামে বেনামে অবৈধ যানে এত স্টিকার লাগানো তাদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নিচ্ছে না ট্রাফিক পুলিশ?এ প্রশ্নের জবাবে টি আই এডমিন একে করিম বলেন,আমরা আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো আগামীকাল তারা আমাদের বিরুদ্ধে লেখালেখি করবে। কয়জনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে যদি আপনেরা তাদের প্রতিহত করতে পারেন তাহলে আমরা ব্যবস্থা নিতে পারবো। আর তাছাড়া আপনেরা ভাই ভাই। আপনাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিতে পারছি না। কারন মানবতার খাতিরে।