সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জননেতা আলহাজ্ব আজমেরী ওসমানের দিক নির্দেশনায় এনায়েতনগর ইউনিয়ন যুবলীগ নেতা মাইনুল ইসলাম পাবেলের উদ্যোগ আলোচনা সভা, দোয়া ও কেক কেটে পালন পালন করা হয়েছে।
১৭ মার্চ সন্ধায় বিসিক নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নাসির, যুবলীগ নেতা রাকিবুল হাসান মোমিন,শ্রমিক নেতা রাশেদুল ইসলাম মুন্না,সুমন মল্লিক,পারভেজ, সিহান, নাজমুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মাইনুল ইসলাম পাবেল বলেন, আজ আমি শ্রদ্ধার সাথে স্মরন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না বাংলাদেশ হতো। তিনি তার জীবনে ১৩ টি বছর এ জাতির মুক্তির জন্য জেলখানায় কাটিয়েছেন। তিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি, তিনি আমাদের আদর্শ, আজকের এই দিনে মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফেরাত ও তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।