জাতীয় শিশু দিবস ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১৭ মার্চ)বিকেল ৪টায় আমলাপাড়া কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মিলাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এড. সাওখাত হোসেন ভূইয়া,উপাধ্যক্ষ ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনি, নারায়ণগঞ্জ কলেজ ছাত্র ছাত্রী সংসদের ভি,পি- এম.এম.হাসান, জি,এস,- আমজাদ নেতা ,এস এইচ শাহাদাত।
এসময় নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এড. সাওখাত হোসেন ভূইয়া বলেন,আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন। ২০০ বছরের আগে পাল আমলের শাসন ছিলো এরপর স্বদেশীদের দ্বারা আবার ৭১ সালে শেখ মুজিবর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আর এই দুইটা দেশীয় শাসন ব্যবস্থা ছিলো।আজকে তার জন্মদিন উপলক্ষে আমাদের আইন কলেজের উদ্যোগে দোয়া ও মিলাদ হচ্ছে। কারন দোয়াই হলো মৃত্যু ব্যক্তির জন্য বেশি উত্তম।
উপাধ্যক্ষ এড. রবিউল আমিন রনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যিনি জন্ম না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না,স্বাধীন সার্বভৌম ভূখন্ড পেতাম এবং স্বাধীনভাবে আজকে কথা বলতে পারতাম না,আজকে আমরা যারা আইনজীবী হয়েছি তা হতে পারতাম না। আমরা দীর্ঘ দিন পরাজিত ছিলাম পাকিস্তানিদের কাছে।আমাদেরকে পাকিস্তান হানাদার বাহিনীর শাসন করতো। কিন্তু আমাদের মুক্তিবাহিনীদের সংগ্রামের কারনে আমরা স্বাধীনতা পেয়েছি।আর এই স্বাধীনতার মূল নায়ক যে স্বাধীনতার ডাক দিয়েছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আজকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার হাত ধরেই আমরা আজকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি।
বক্তব্য শেষে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় কলেজের অধ্যক্ষ এড.সাওখাত হোসেন ভূইয়া দোয়া ও মিলাদ পরিচালনা করে। পরে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কেটে দিবসটি পালন করে।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলে মরিয়ম,মিলন দেওয়াম,মাহবুবু,ফরহাদ,নূরে আলম মাসুম,লিজা,চম্পা,আঁখি,ইভা,আফরোজা,তন্নি,ফারিহা,নাবিলা জান্নাত,জয়া,সাদিয়া,তাহমিনা,রুমা,হিয়া,জাকিয়া প্রমূখ।