লিজা:- নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদ নীট কম্পোজিট দখল নিতে হামলা চালিয়েছে গ্যাস বাচ্চু ও তাঁর সহযোগিরা। এসময় কারখানার দারোয়ানসহ ৪/৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাযায়।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, শুক্রবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার রেল লাইন বটতলা কবরস্থানের সামনে বিকেল ৫টায় দিকে ১৫ /২০ জনের একদল সশস্ত্র যুবক কারখানার প্রধান ফটকে হামলা চালায়। নিরপত্তা রক্ষী ও শ্রমিকরা বাঁধা দিলে তাদের উপর সন্ত্রসী হামলা করা হয়। পিটিয়ে আহত করা হয় অন্তত পাঁচ শ্রমিককে। পরে ডিবি পুলিশের স্টিকার লাগানো একটি হাইয়েস গাড়ি থেকে দশ বারোজন জোর করে কারখানার ভেতরে ঢুকে ভাংচুর চালায়। সিসি ক্যামেরার ফুটেজেও এই দৃশ্য দেখা যায়।
এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কারখানার শ্রমিকরা।আটক কৃতরা হলেন- শাহাদাৎ হোসেন বাচ্চু ওরফে গ্যাস বাচ্চু, সুলতান মাহমুদ ও মীর সাজু। তারা ফতল্লার সস্তাপুর ও লালপুর এলাকার বাসিন্দা।
শ্রমিকরা জানান, সন্ত্রাসী হামলার সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে কারখানা কতৃপক্ষ থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে গ্যাস বাচ্চু, সুলতান মাহমুদ ও মীর সাজু নামের তিনজনকে আটক করে ও তাদের কাছ থেকে জব্দ করে বেশ কয়েকটি ধারালো অস্ত্র।
হামলার ব্যাপারে চাঁদ নীট কম্পোজিট এর ব্যবস্থাপনা পরিচালক হাজী জাহিদুল ইসলাম জনি জানান, গত কয়েকদিন যাবত শাহাদাৎ হোসেন বাচ্চু ও তার লোকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় হামলাসহ তাকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক। জনির অভিযোগ, সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় পুর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। প্রশাসনের কাছে তিনি নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মফেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, হামলার ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা বিষয়টি তদন্ত করছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।