লিজা:- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। রোববার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে কয়লা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ২০ থেকে ২৫ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন ৬০ বছরের বৃদ্ধ এবং অন্যজন ২৫ বছরের তরুণী তীরে এসে মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন, মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে জয়নাল ভূইয়া (৫০), মুন্সি গঞ্জের দ্বীন ইসলামের ১৫ মাসের শিশু সন্তান সাফায়াত, মুন্সিগঞ্জের গজারিয়ার জয়রাম রাজ বংশীর মেয়ে লিপি রানী (১৯) আরিফা (৩৫)
নিহতদের মধ্যে ৬০ বছরের বৃদ্ধের পরিচয় জানা গেছে। তার নাম জয়নাল ভূঁইয়া। সাঁতরে তীরে ওঠার পর স্ট্রোক করে মারা গেছেন। নিহত জয়নাল ভূঁইয়া মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা।
তিনি পেশায় একজন ড্রেজার ব্যবসায়ী। তিনি সাইট ভিজিটের জন্য গিয়েছিলেন ডেমরায়। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ ফিরছিলেন। বাড়ি ফেরার পথে লঞ্চডুবির ঘটনা ঘটে।
লঞ্চ মালিক সমিতির নেতারা জানান, ৪০/৪৫ যাত্রী নিয়ে এমভি আফসার নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। কয়লাঘাট এলাকায় পৌঁছালে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয় এমভি রূপসী নামের পণ্যবাহী একটি জাহাজ। ধাক্কা দেয়ার ৩ থেকে সাড়ে ৩ মিনিটের মাথায় লঞ্চটি ডুবে যায়। এ সময় ১০/১২ জন যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে তীরে উঠে আসতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জগামী লঞ্চটিকে একটি লাইটার জাহাজ (কার্গো জাহাজ) ঠেলে প্রায় একশত ফুট নিয়ে গিয়ে ডুবিয়ে দেয়। এসময় যাত্রীদের চিৎকারের ঘটনাস্থলের বাতাস ভারী হয়ে উঠে। মুহুর্তেই অনেকে প্রাণ রক্ষায় নদীতে ঝাপিয়ে পড়ে।
কিন্তু বাকী যাত্রীদের নিয়ে লঞ্চ মাঝ নদীতে ডুবে যায়। অনেককেই সাঁতরিয়ে তীরে উঠতে দেখা গেছে। তবে বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে কোস্ট গার্ড, নৌবাহিনীর ডুবরী দল ঘটনাস্তলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের এসপি মীনা মাহমুদা বলেন, চর সৈয়দপুর এলাকায় রূপসী-৯ নামে একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।