নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্টস কর্মী গণধর্ষনের শিকার হয়েছেন।
রবিবার (২০ মার্চ) রাতে ফতুল্লার বক্তাবলি এলাকায় একটি হাসঁ মুরগির খামারে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ন কবির (২) উপ-পরিদর্শক রাসেদ ও উপ-পরিদর্শক সিরাজ রাতে অভিযান পরিচালনা করে বক্তাবলী ঘটনাস্থল থেকে (২১ মার্চ) দিবাগত রাত পনে ২টার দিকে ফতুল্লার পঞ্চিম ইসদাই গাবতলী দোহার ভিলার ভারাটিয়া আলমাছ ঢালির ছেলে মাহফুজুর রহমান মুন্না, (২৬) পঞ্চিম ইসদাই গাবতলীর,নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার পাচআনি গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফ্ফার(২৫) গাইবান্দা জেলার সাগাটা থানার বোনার পাড়া থানার মৃত মনু মিয়ার ছেলে শান্ত (২০) ও পঞ্চিম ইসদাইর গাবতলী থেকে সিরাজগঞ্জের সাহাজাদপুর থানার হাটপাচিল গ্রামের মৃত,মোঃ আয়নাল মিয়া ছেলে আলমগীর হোসেন জনি (২৭), নামে ৪ ধর্ষককে আটক করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধর্ষিতা কর্মস্থল ফতুল্লার অক্টো অফিস গোরস্থান এলাকার গার্মেন্টস কারখানা থেকে বাড়ি ফেরার জন্য অটো রিক্সায় ওঠলে অপেক্ষমান কয়েকজন যুবক সেই অটো রিক্সায় ওঠে ধর্ষিতার নাকে মুখে স্প্রে দিলে সে অজ্ঞান হয়ে পরার পর তাকে বক্তাবলি এক ফার্মে নিয়ে গিয়ে দারালো ছুরি দেখিয়ে তাকে সাড়ারাত পর্যায়ক্রমে ধর্ষন করে। সকালে ধর্ষিতাকে ধর্ষকরা অটো রিক্সায় তুলে দেয় ও এ বিষয় যদি কাউকে বলে তাহলে তাকে প্রানে মেরে ফেলবে এই বলে হুমকি প্রধান করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির (২) জানান, গার্মেন্টস কর্মীকে গণধর্ষনের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।