কুতুবপুর বাসী গ্ৰূপ অভিষেক Area phone book অ্যাপের শুভ উদ্বোধন বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সামাজিক সংগঠন মিলনমেলা -২০২২
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার কুতুবপুরের দেলপাড়া মীরকুঞ্জ পার্টি সেন্টারে কুতুবপুর গ্ৰুপের তৈরি করা Area phone book নামীয় অ্যাপের শুভ উদ্বোধন উপলক্ষে ২৬শে মার্চ দিনব্যাপী চলে বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠনের এক বিশাল মিলনমেলা। বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের দোকান,প্লট বুকিং , রাইফেল ড্র সহ বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান আমন্ত্রিত অতিথিদের মধ্যে পুরুস্কার বিতরণ ও প্রায় ৭৪ টি সামাজিক সংগঠনের সনদপত্র বিতরণ শেষে কেক কেটে অ্যাপসটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অ্যাপটি তৈরি করা হয় এক ঝাঁক তরুণ ছাত্র ছাত্রীর আপ্রাণ চেষ্টায় যা নাগরিক সেবায় অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অ্যাপসের মাধ্যমে জন সাধারণ যে কোন ধরনের পরামর্শ ও সহযোগিতা নিতে পারবে।
এসময় হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরিফ মোঃ আক্তার হোসেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চার চার বারের সফল চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ৪-৫-৬- নং ওয়ার্ডের মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা, ৫ নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া, প্রগতির উপদেষ্টা মোঃ মনির হোসেন, পাগলা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য জাহের মোল্লা, মোনাফের সভাপতি জামাল উদ্দিন বাচ্চু, সহ কুতুবপুর ইউনিয়ন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
যাদের একান্ত প্রচেষ্টায় অ্যাপসটি তৈরি করা হয়েছে তারা হলেন- মাইনুল ইসলাম, শরীফ ইমতিয়াজ,শান্ত মন্ডল, আশিকুর রহমান, সহযোগিতায় কাজ করেছেন আলামিন, আলে ইমরান, আব্দুল আজিজ মিয়া, মোঃ সজল, ওমর ফারুক, মোঃ রনি, সুমি হোসাইন, হাবিবা আক্তার রাত্রি, শারমিন লিমা, ফরিয়া জাহান পুষ্প, তাসরিফা আক্তার শিউলী, রত্না রানী সরকার, ফারিহা খাঁন, কাকলি কবির রাত্রি, মনিকা হোসেন মমি, মেহের নিগার সহ আরো অনেকেই।