নারায়ণগঞ্জের সদর উপজেলার সেহাচর তক্কারমাঠ এলাকায় মশা নির্মূলের জন্য মশক নিধন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।
রবিবার (২৭ মার্চ ) দুপুরে কুতুবপরের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোঃ ইমান আলীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেখ মো. ইমান আলী বলেন, ৮ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় এ এডিস মশার ঔষধ ছিটানো হবে।
এর পাশাপাশি এলাকাকে পরিচ্ছন্ন থাকার আহবান জানিয়ে বলেন, মাশা প্রতিরোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙ্গীনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সঙ্গে সবাইকে সচেতন হতে হবে।