মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া গ্রামে আজ (বুধবার) গভীর রাতে একটি সংখ্যালঘূ হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তা নিতাই চন্দ্র শীল ও তাঁর স্ত্রী প্রভা রাণীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকাসহ ৩ লাখেরও বেশি টাকার মালামাল নিয়ে গেছে। আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন।
জানা গেছে, আজ (বুধবার) রাত সোয়া ২টার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাতদল বাড়ির সামনের দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে দেশীয় ধাড়ালো অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাড়িতে থাকা লোকজন তাদের ডাকাতিতে বাঁধা দিলে ডাকাতরা গৃহকর্তা নিতাই চন্দ্র শীলকে দাঁড়ালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও ডান হাতের কাঁধে ও বাম হাতের কনুইর উপড়ে কুপিয়ে আহত করে। এতে স্ত্রী প্রভা রাণী বাঁধা দিলে এবং ডাকাতরা তার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে কানের লতি ছিড়ে ফেলে তাকেও আহত করে। পরে স্বজন ও প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার জন্য নিয়ে আসে। ওই হাসপাতালে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন।
আহত গৃহকর্তা নিতাই চন্দ্র শীল জানান, ডাকাতরা ঘরে থাকা ষ্টীলের সোকেজের ড্রয়ার ভেঙে নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মিনহাজুর রহমান বলেন, আহত নিতাই চন্দ্র শীলের কাঁধে ও কনুইর উপড়ে দাঁড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং তার স্ত্রী প্রভা রাণীর কানের লতিতে রক্তক্ষরনের চিহ্ন রয়েছে। তাদের দু’জনকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার মুঠোফোনে বলেন, খবর শুনে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কোন কারনে ডাকাতির ঘটনা সাজানো হয়েছে।