কারো ৩ মাস আবার কারো ৪ মাস বকেয়া রয়েছে বেতন। সাথে আছে ওভারটাইম,নাইটবিল বকেয়া ।ধৈর্য বাঁধ ভেঙ্গে পেটের দায়ে বাধ্য হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরুদ্ধ করে রুপসী গ্রুপ অব ইন্ডাস্টিজের বিক্ষুব্ধ শ্রমিকরা করেছে মিছিল বেতন আদায়ের দাবীতে।মিছিলকে ছত্রভঙ্গ করতে ও লিংকরোড থেকে শ্রমিকদের সরাতে পুলিশ ছুটেছে কাঁদানো গ্যাস,বুলেট,গরম পানি ও লাঠিচার্জ।
বৃহস্পতিবার(৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে অবস্থান নেয় গার্মেন্টসের বিক্ষুব্ধ এ শ্রমিকরা।
এসময় ঢাকা-নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ-ঢাকা লিংকরোড অবরুদ্ধ করে প্রায় হাজার খানিক শ্রমিক মিছিল করে বকেয়া বেতনের দাবীতে। মাসের ৭ তারিখ বেতন দিবে দিবে বলে বিগত তিন মাস হয়ে গিয়েছে রুপসী গার্মেন্টসে শ্রমিকদের বেতন নিয়ে মালিক পক্ষের তালবাহানার।অবশেষে ধৈর্যের বাদ ভেঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে লিংকরোডে অবস্থান এই নেয় শ্রমিকেরা।দিনের মধ্যে বেতন না দিলে সড়ক ছাড়বে না বলে লিংকরোডে অবস্থান নেওয়া বিক্ষুব্ধ শ্রমিকেরা। একটাই দাবী জানায় শ্রমিকরা আজকের মধ্যেই বেতন দিতে হবে না হলে গার্মেন্টসে প্রবেশ করবে না। এর ফলে লিংকরোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পূর্ব লামাপাড়া থেকে সাইনবোর্ড ও নারায়ণগঞ্জ-ঢাকা লিংকরোডে পূর্ব লামাপাড়া থেকে চাষাড়া পর্যন্ত। এতে ভোগান্তির শিকার হোন সড়কে অবস্থানরত বিভিন্ন পথগামী যাত্রীরা।
লিংকরোড অবরুদ্ধ করে মিছিল করায় দীর্ঘ যানজট সৃষ্টি হলেও কোন গাড়ী ভাংচুর ছাড়া শান্তিপূর্ণ মিছিল করে বিক্ষুব্ধ শ্রমিকরা। অন্যদিকে যানজটের সীমানা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলে বাধ্য হয়ে লিংকরোড থেকে শ্রমিকদের সরাতে দুপুর ২টায় পুলিশ শান্তভাবে বললেও শ্রমিকরা লিংকরোড থেকে যেতে অস্বীকার জানালে প্রথমে ফাঁকা বুলেট ছুঁড়ে। এর পরই পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের মাঝে।পরে শ্রমিকদের উপর,বুলেট কাঁদানো গ্যাস,গরম পানি ও লাঠিচার্জ শুরু করে। শ্রমিকাও পাল্টা ইটের কণা ও মাটির ঢিল মারতে থাকে পুলিশকে। এতে পুলিশের লাঠিচার্জ ও বুলেটে অর্ধশতাধিক শ্রমিক আহত।
জানা যায়,নারায়ণগঞ্জ জেলার একটি সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান রুপসী গ্রুপ অব ইন্ডাস্টিজ। নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব লামাপাড়ায় অবস্থিত এই গার্মেন্টসটি। দেশের বিভিন্ন জেলা থেকে আগত এই গার্মেন্টসে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। তবে উদ্বতন কর্মকর্তা বাদে নিন্ম স্তরের শ্রমিকদের ৩-৪ মাসের বেতন হাতে রেখে বেতন দিচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানটি। অনেকটা নিরুপায় হয়ে গিয়েছে শ্রমিকরা। মাসিক বেতনের উপর নির্ভর করেই সংসার চলে এই শ্রমিকদের।গ্রাম থেকে শহরে এসেছে কাজ করে ভাগ্যের চাকা পরিবর্তন করতে কিন্তু ভাগ্যের চাকা পরিবর্তন হবে দূরের কথা পেটের ভাত জোগাতেই দায় হয়ে গেছে। অনেক শ্রমিককে তাদের বাসা দিতে না পারায় বাসার বাড়িওলারা বাসা থেকে বের করে দিয়েছে আবার কাউকে বাসা ভাড়া দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। এদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে চাল,ডাল,তেল,পেয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে সেখানে ৩-৪ মাসের বেতন না পেয়েও নিরুপায় হয়ে গিয়েছে শ্রমিকরা।
শ্রমিকরা জানায়,অনেকের কারো ৩ মাস,কারো ৪ মাস আবার কারো ওভারটাইম ১-২ বছর আবার কারো নাইটবিলও এক থেকে দেড় বছর আটকিয়ে রেখেছে। বেতন ঠিকমত না দেওয়ায় অনেক শ্রমিক গার্মেন্টস ছেড়ে চলে গেলে তাদের বেতন মালিক পক্ষ দেয় না। তাই বাধ্য হয়ে এক মাসের বেতনের জন্য অনেকেই তিন চার মাস কাটিয়ে দিচ্ছে তবু বেতন দেবার নাম নেই মালিকের। বেতনের কথা বললে মালিক জানায় শিপ্টম্যানশন গেলে বেতন পাবে। শিপ্টের পর শিপ্ট গেলেও বেতন পাওয়ার নামে কোন খবর নেই।অথচ ৫ কোটি টাকা দিয়ে গাড়ী ও ৬০ লাখ টাকা খরচ করে লিফট ঠিক করলেও শ্রমিকদের বেতনের টাকা দিতে তালবাহানা শুরু করেছে মালিকপক্ষ।তাই বাধ্য হয়ে শ্রমিকরা আজ বেতনের জন্য রাস্তায় নেমেছে। দরকার হলে মাইর খাবে,জান দিবে কিন্তু বেতন নিয়ে যাবে শ্রমিকরা এমনটাই মিছিলে জানায়।
এর আগে বেলা ১টার দিকে রূপসী গ্রুপ অব ইন্ডাস্টিজের সহকারী উপ মহাব্যবস্থাপক নাছির উদ্দিন ঘটনাস্থলে এসে ঘোষণা দেন, আগামী সাত ৭ তারিখ যাদের ১৮ হাজারের উপর বেতন তাদের বেতন কিঞ্চিত এবং যাদের ১৫ হাজারের নীচে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। তবে নাছির উদ্দিনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিকেরা।
গ্রাম থেকে আইছি একটু সুদিন দেখতে।দুই বেলা পেট ভরে ভাই খাইতে। এর জন্য রুপসী গার্মেন্টসে কাজ নিছিলাম। কাজ তো করি গাদার মত হার খাটুনি। ছুটির দিনও কাজ করায়। একটু ভালো খাওন পিন্দুন জন্য।খাওন পিন্দুন তো দূরের কথা এহন থাকার জায়গা থাইক্কা বের কইরা দিতাছে বাড়ির মালিকরা। তিন মাস ধইরা বেতন আটকাইয়া রাখছে। ঢাহা আইছি টাকা কামাইতে। টাহাই তো এহন চোখে দেখতাছি না।যেই বাড়িতে থাকি সেই বাড়ি থাইক্কা বাইর কইরা দিবে বলছে আজকা যদি ঘর ভাড়া না দেই। এভাবেই বলছিলো মিছিল থেকে এক শ্রমিক। এমন শত শত শ্রমিকরা একই কথা জানায়।