রোটারি ক্লাব নারায়ণগঞ্জ রিভার সিটি ও ধলেশ্বরীর তীরে সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলিতে ২০০ অসহায় পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার(২ রা এপ্রিল)দুপুর সাড়ে ১২টায় রাজাপুর প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,আলু,পেয়াজ,সয়াবিন তেল,সরিষার তেল, মুড়ি,গুড়,খেজুর,ছোলা সহ মোট ২১ ধরনের খাদ্য সামগ্রী।
খাদ্য সামগ্রী বিতরণ প্রজেক্টটি রোটারিয়ান সায়মা বিনতে হাসান প্রজেক্ট চেয়ারম্যানে উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক গভর্নমেন্ট ইলেক্ট ইঞ্জিঃ এম এ ওহাব, সাবেক প্রেসিডেন্ট মোঃআশরাফুজ্জামান নান্নু এমপিএইচএফ ডিজিএন(২৩-২৪),সাবেক সভাপতি ইব্রাহিম খলিল আল জুনায়েদ পিনাক এমপিএইচএফ এমডি ডিজিএন(২৪-২৫)।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এম শওকত আলী বলেন,আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ দান না। এটা সদগায়ে ঝারিয়া। এটার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করা।এই দানে আল্লাহ সন্তুষ্টি হতে পারে তাও বলা যাবে না। কারন এই খাদ্য সামগ্রীটা নিয়ে যাবার পর এটা সে খেয়ে শেষ করতে পারবে কিনা বা খেতে পারবে কিনা তাও বলতে পারবেন না। এই যে আলমগীর আমাদের সামনে ৫ মিনিট আগে বক্তব্য দিলো তার আধা ঘন্টা পর মারা গেলো।সুতরাং এটাই তো দুনিয়া আর এটাই স্বাভাবিক। আমরা দোয়া করি যারা এটার আয়োজন করেছেন আগামীতে তারা যেনো আরো বেশি বেশি করে দিতে পারেন। আমি জিকুকে বলেছি তোমরা যেহেতু প্রতিবছর এই সামগ্রী দাও তাহলে আরো সাহায্য নিয়ে বক্তাবলিতে আরো মানুষদের দাও। বক্তাবলির ৯টা ওয়ার্ডের মধ্যে একেবারে যারা অসহায় ও দুঃস্থ এই খাদ্য সামগ্রী পাবার যোগ্য তাদের দেবার ব্যবস্থা করো।
তিনি রোটারি ক্লাবকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন,যারা রোজা ও ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আমি দোয়া করবো আল্লাহ যেনো তাদের এই খাদ্য সামগ্রী বিতরণের সব সময় তৌফিক দান করেন। আর রোটারি সংগঠন হচ্ছে একটা আর্ন্তজাতিক সংগঠন। এই সংগঠন থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে। আমি আপনাদের ধন্যবাদ জানাবো আমাদের মত একটা প্রত্যন্ত ইউনিয়নে এসে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে আপনেরা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বক্তব্য শেষে বক্তাবলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলেন দেন আগত অতিথিরা।
রোটারি ক্লাব অব ফতুল্লার রোটারিয়ান মেহেদী হাসানের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণের প্রজেক্টে আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রিভার সিটির ক্লাবের প্রেসিডেন্ট নূরুজ্জামান জিকু,ভাইস প্রেসিডেন্ট কাজী শহীদুল,প্রেসিডেন্ট ইলেক্ট কাজী শফিকুল ইসলাম বাবু,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান,নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন,বক্তাবলি ইউপির সাবেক সদস্য আতাউর রহমান প্রধান,আব্দুল জলিল গাজী,রাজাপুরের পঞ্চায়েত প্রধান হুমায়ন চৌধুরী,ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল ইসলাম,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তাবলি ইউপির নজরুল ইসলাম বাবুল,বিশিষ্ট সমাজসেবক লোকমান হোসেন,সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস টি আলমগীর,রোটারি ক্লাব ফতুল্লার সাবেক প্রেসিডেন্ট ও রোটারি ডিস্ট্রিকের এসিস্টেন্ট গভর্নর এম এ মোতালেব।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান রোটারি ডিস্ট্রিক গভর্নর ব্যারিস্টার মুস্তাসিম বিল্লাহ ফারুকী।