নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর শাহিবাজার মাজার মসজিদের সামনে পাওয়া যায় আব্দুল হাই নামে এক ব্যাক্তি। আব্দুল হাইকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিলেন সাংবাদিক সফিকুল ইসলাম শফিক .
আব্দুল হাই পিতা আনজব আলী সাং চান ঘাট থানা বাউফল জেলা হবিগঞ্জ এই লোকটি গতকাল ৭ জুন দুপুর ২ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা শাহিবাজার মাজার মসজিদের সামনে পাওয়া যায় তার বক্তব্য অনুযায়ী সে রাজমিস্ত্রি কাজ করতেন।
গত দুইদিন আগে এই লোকটি হারিয়ে যায় । তার বাসার ঠিকানা সে বলতে পারতো না অত্যন্ত সহজ সরল প্রকৃতির একজন লোক। সাংবাদিক শফিকুল ইসলাম শফিক তার নিজের ফেসবুকে আইডিতে তার ছবি সহ স্ট্যাটাস দেওয়ার পর ফতুল্লা থেকে তার ছেলে ফেইসবুকে দেওয়া ঠিকানা অনুযায়ী আসার পর আজ ৮ জুন সকাল সাড়ে ৮ ঘটিকায় সকলের উপস্থিতিতে ছেলের কাছে তার বাবাকে বুঝিয়ে দিয়েছেন।
ফেইসবুকের মাধ্যমে একটি লোক কে তার আত্মীয়স্বজনের কাছে বুঝিয়ে দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। পাশা পাশি সবাই কে এরকম মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।