নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নূর হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে৷ সে সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র৷ নিহত নূর হোসেন ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা।
২৮ জুন মঙ্গলবার সকাল দশটার দিকে কলেজ যাবার পথে চাষাঢ়া স্টেশনের ইসদাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷
ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল৷ ওই ট্রেনে চড়েই নূর হোসাইন কলেজের দিকে যাচ্ছিল৷ দরজার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অসাবধানতাবশত ট্রেন থেকে ছিটকে লাইনের উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নূর হোসেন ৷
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।