সফিকুল ইসলাম : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালরাতে। এ দিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল কিছু বিপথগামী সদস্য। সেদিন রাতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বুক।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের শাহী বাজার মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীর সমন্বয়ে জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী আলোচনা এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ দোয়া ও তবারক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও কুতুবপুর ইউনিয়ন ৪-৫-৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হক জমাদ্দার, লুৎফুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী বেগম সহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।