নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের শাহী বাজার এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪-৫-৬- নং ওয়ার্ড আওয়ামী অঙ্গসংগঠনের উদ্যোগে২০ শে আগস্ট বিকাল ৪ টায় ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য , কুতুবপুর ইউনিয়ন ৪-৫-৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা মিলাদ দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
শনিবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪ ঘটিকায় ফতুল্লার কুতুবপুর শাহীবাজার এলাকায় এ আলোচনা সভা ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. সাইফুল্লাহ বাদল।
কুতুবপুর ইউনিয়ন ৪-৫-৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বত্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.শওকত আলী, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দীন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, নারায়ণগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ লিটন, ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন।
নারায়ণগঞ্জ জেলা যুবলীগের নির্বাহী সদস্য এম ও এফ খোকন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সী, কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু, কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬নং ওয়ার্ডের যুগ্ন সম্পাদক সালাউদ্দিন ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ বি এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ফতুল্লা থানা তাতীঁলীগের আহবায়ক মিলন মোল্লা, যুবলীগ নেতাসেলিম রেজা, রাসেল মোল্লা, কামাল আহমেদ তপন, ফতুল্লা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খবির উদ্দিন সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের রুহের মাগফেরাত কামন এক মিনিট নিরবতা পালন করে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী ২৭ তারিখ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের মহা সমাবেশ সফল করার আহবান জানান। এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রুপিংয়ের রাজনীতি বাদ দিয়ে সকলে একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত এবং উপস্থিত কয়েক শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার খিচুড়ি বিতরণ করা হয়।