বক্তব্য দেয়ার সময় বাঁধা ও জুনিয়র নেতাদের বক্তব্য দেয়ার সুযোগদানে বিএনপি নেতা টিপুকে শাসালেন স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আয়োজিত জালানী তেলের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, পরিবহন ভাড়া বৃদ্ধি, ছাত্র দল নেতা নূরে আলম,স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বাংলাদেশ বিক্ষোভ ও প্রতিবাদ সভা শেষে টিপুকে শাসান জিয়া।
অনুষ্ঠানের সভাপতি আওলাদ হোসেন অনুষ্ঠান সমাপ্তির ঘোষনা দেয়ার পর মঞ্চ থেকে টিপু নামার পর পর ঘিরে ধরে জিয়া ও তার লোকজন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া অনুষ্ঠানের সঞ্চালক মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু কে বলেন,আপনি সিনিয়র নেতা আমরা বক্তব্য দেয়ার সময় জামা ধরে টানেন। জুনিয়র নেতাদের মিনিটের পর মিনিট বক্তব্য রাখতে দেন। এটা ঠিক না। পরে এমনটা হলে ছাড় দিবোনা। এ সময় টিপু ক্ষিপ্ত হয়ে উঠে। পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হতে থাকলে সাগর প্রধান দুজনের মাঝে এসে দাঁড়িয়ে যান।
মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড সাখাওয়াত হোসেন খান সামনে দাঁড়িয়ে সবকিছু দেখলেও কিছু না বলে তার অনুসারীদের নিয়ে সটকে পড়েন।
টিপুকে শাসানোর ঘটনায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হলেও অনেকে বলেন ঠিক আছে। টিপু টাকার বিনিময়ে যে কোন সভা সমাবেশে ৬০/৭০ জনকে বক্তব্য রাখতে দেয়। এতে করে নেতাকর্মীরা অধৈর্য হয়ে সমাবেশ স্থল ত্যাগ করে চলে যায়।প্রধান অতিথির বক্তব্য রাখার সময় সমাবেশ স্থল থাকে শূন্য। জিয়া টিপুকে শাসিয়ে ভাল কাজ করেছে বলে মন্তব্য করে সাধারণ নেতাকর্মীরা।