সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা রাসেল বলেন, সকল অপকর্মের মূল উৎস মাদক। মাদকের প্রতি আসক্ত হয়ে মানুষ সবচেয়ে বেশি অপরাধ জগতে ধাবিত হচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ সুপার উক্ত কথা বলেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সমাজে কিশোর গ্যাং প্রবনতা দিনের পর দিন বেড়েই চলেছে। বারো থেকে পনের বছরের এডুকেশন ও ননএডুকেশন ছেলেরাই এ অপরাধ জগতে বেশী দাবিত হচ্ছে। তাই কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের পাশাপাশি পিতা মাতা স্কুলের শিক্ষকগন ও সংবাদ কর্মীদের জোরালো ভূমিকা পালন করতে হবে। এ সময় পুলিশ সুপার অবৈধ কাগজ ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল আটক করার বিষয়ে মত প্রকাশ করেন। কারন অল্প বয়সের ছেলেরা মোটরসাইকেল চালিয়ে কিশোর অপরাধে বেশী অগ্রসর হচ্ছে। পরে তিনি সন্ত্রাস, ইভটিজিং ও সকল ধরনের অপকর্ম রোধে বলিষ্ঠ প্রদক্ষেপ নেওয়ার অঙ্গিকার করে সংবাদ কর্মীদের সহযোগী কামনা করেন।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) জায়েদ পারভেজ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ আমির খসরু,অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার( প্রশিকিউশন)শাওন শায়লা,অতিরিক্ত পুলিশ সুপার( এ সার্কেল) মোঃ নাজমুল হাসান সহ নারায়ণগঞ্জ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।