নারায়ণগঞ্জের ফতুল্লা কিশোরগ্যাংদের হামলার শিকার হওয়ায় ফতুল্লা মডেল থানায় কিশোরগ্যাংয়ে ৫ সদস্যের নাম উল্লখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে অভিযোগ।
গত সোমবার (২২ আগষ্ট) ফতুল্লা মডেল থানায় হামলার শিকার মোঃবিল্লাল হোসেনের মা আমেনা বেগম বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্ত কিশোরগ্যাংয়ের সদস্যরা হলেন ফতুল্লার আমতলা প্রেমরোডের বাসিন্দা স্বপ্নিল, হৃদয়, রাতুল, শফিক, পান্নাসহ অজ্ঞাত আরো অজ্ঞাত ১৫/২০ জন।
বাদী অভিযোগে উল্লেখ করেন, গত ২১ আগষ্ট রাত্র ৯ টার সময় আমার ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৮) আমাদের নিজ ঠিকানায় ফতুল্লার নবীনগর ঠিকানাস্থ ব্রিজ সংলগ্ন ইলেক্ট্রীক দোকান বন্ধ করিয়া বাসায় আসার পথে শিমুলের গ্যারেজের সামনে আসলে দেখতে পায় যে, উক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতানা ১৫/২০ জন বিবাদী নিজেদের মধ্যে মারামারি করছে। আমার ছেলে এই ঘটনা দেখেও কিছু না বলে চলে আসবার চেষ্টা করলে উক্ত বিবাদীগণ অযথাই আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করত: এলোপাথাড়ী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। অতপর: উক্ত বিবাদীগণ আমার ছেলেকে মারধর করতে শিমুলের গ্যারেজের ভিতর নিয়ে ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে আমার ছেলেকে এলোপাথাড়ী আঘাত করে আমার ছেলের মাথার পিছনে, বাম হাতের তালুতে গুরুতর কাটা রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। অতপর: আমার ছেলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে উক্ত বিবাদীগণ আমার ছেলের সাথে থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং যে কোন মূল্যে আমার ছেলেকে জীবনের তরে শেষ করিয়া ফেলবে মর্মে হুমকি প্রদান করিয়া চলে যায়।
কিশোর গ্যাংয়ের হামলার শিকার বিল্লাল বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।