আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। গত ২৩ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের এ তফসিল ঘোষণা দেন। এবারের নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র এখন পর্যন্ত ৫ জনের নামে সংগ্রহ করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করবে আওয়ামী লীগ। দিন যত সামনে এগুচ্ছে ততই দীর্ঘ হতে পারে প্রার্থীদের নামের তালিকা।
ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহনগর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দলীয় মনোনয়নপত্র প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন গতবারের মত এবারো তিনি মনোনয়ন প্রত্যাশী। জানা যায়, ইতিমধ্যে তিনি (আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন) আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।
দৌড়ঝাপে কোন অংশে পিছিয়ে নেই নারায়ণগঞ্জ জেলা পরিষদে সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জেলা পরিষদের পূনরায় চেয়ারম্যান হবার জন্য মনোনয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে যাচ্ছেন, নেত্রী যদি দেয় তাহলে আমি নির্বাচন করবো। যদি তাকে না দেয়া হয় তাহলে দল থেকে যাকে দিবে আমি তার পক্ষে কাজ করবো।
গতবার মনোনয়ন চেয়েও পাননি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট খোকন সাহা। তিনি এবারো নারায়ণগঞ্জ জেলা পরিষদের মনোনয়নপত্র প্রত্যাশী বলে জানা যায়।
এ বিষয়ে খোকন সাহা বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনে সেটা জমা দিয়ে দিয়েছি। দল যদি আমাকে দেয় তাহলে আমি এবার জেলা পরিষদ নির্বাচন করবো।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের আরেক জন্য মনোনয়ন প্রত্যাশী হলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘাতক দালাল নিমুল কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি বাবু চন্দন শীল। তিনি গতবার জেলা পরিষদ নিবাচনে মনোনয়নপত্র পাওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর নাটকের কাছে হার মেনে জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ান।
এবিষয়ে তিনি জানান, আমাকে গতবার প্রধানমন্ত্রী আমাকে দোয়া করেছিলো কিন্তু শেষ সময় আনোয়ার ভাই অসুস্থ হয়ে পড়ায় আমাকে সরে যেতে হয়েছে প্রধানমন্ত্রী বলেছে এবার আনোয়ার করুর সামনে তুমি কর। কিন্তু গতবার আওয়ামীলীগ থেকে একমাত্র আমি আবেদন করেছিলাম তাই আমাকে দওেয়ার কথা ছিলো। এবার আমাদের দল থেকে ৩ জন্য আবেদন করেছে দল যাকে দিবে আমি তাকে সমধন করবো। গত জেলা পরিষদ নির্বাচনে হয় ২০১৬ সালের ২৯ ডিসেম্বর আনোয়ার ভাই যেটা করেছে সেটা সকলে জানে তার নাটকের কথা এবার নাটক করে আর লাভ হবে বলে আমার মনে হয় না।
আরেকদিকে মনোনয়ন প্রত্যাশী হলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল। তিনি গতবার নির্বাচনের আনেকটা দৌড়ঝাঁপ করলেও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। কিন্তু এবার তিনি আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডেরে কাছে আবেদন করেছে বলে জানা যায়। কিন্তু এবারও তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, আমি এখনো চেয়ারম্যান প্রার্থী না যদি প্রধান মন্ত্রী আমাকে দেন তাহলে আমি দাড়াবো। প্রধানমন্ত্রী চন্দনকে দোয়া করতে পারে তাই বলে যে সকলকে মনোনয়ন দিবে এটা ঠিক না। তার ক্ষমতা আছে সে যাকে বালো মনে করবে তাকে মনোনয়ন দিবে।
প্রসঙ্গ, তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।