উৎসব মুখর পরিবেশে বন্দর গার্র্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উল্লেখিত স্কুল এন্ড কলেজ কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের মোট ভোটার সখ্যা হলো ২ হাজার ৫’শ ২৫ জন। নির্বাচনে তিনজন প্রতিদ্ব›িদ্বর মধ্যে কাজী সাইদুর রহমান শাহীন ৬১৪ ও কাজী মিরাজ খালেদ রাসেল ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এসময় কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি সিলেকশনে নির্র্বাচিত হন কাজী জহিরুল ইসলাম ও মো: জাহিদ হাসান এবং কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন রফিকুল ইসলাম ও স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন ইউনুছ মিয়া এবং মহিলা প্রতিনিধি হন শিমু সবনম। বন্দর উপজেলা পরিষদের পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু সদ্য অনুষ্ঠিত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।