হিন্দু কল্যাণ সংস্থা (রেজি নং- ঢ-০-১৩২৬) নারায়ণগঞ্জ জেলার সকল থানার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় নারায়ণগঞ্জ বিবি রোড সানলাইট ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বনানী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, হিন্দু কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির মহসচিব ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র গুপ্ত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নিউটন অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি নির্মল কান্তি ভাওয়াল, সাধারণ সম্পাদক শম্ভুনাথ দে ও অধ্যক্ষ শুভাষ চন্দ্র তরপদার।
মতবিনিময় সভায় প্রবীণ সাংবাদিক ও হিন্দু কল্যাণ সংস্থা কেরানীগঞ্জ থানার সভাপতি রণজিৎ মোদকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক মন্টু চন্দ্র সরকার, রতন চন্দ্র চন্দ, প্রদীপ কুমার রায়, বাদল চন্দ্র ঘোষ, বিমল বিশ^াস, কালীপদ মোদক, অবিনাশ রক্ষিত, জগদীশ চন্দ্র দাস, নারায়ণগঞ্জ চন্দ্র কর্মকার, পলাশ চন্দ্র সাহা, সন্তোষ ঘোষ ও মনোরঞ্জন রায় প্রমুখ। এছাড়াও প্রয়াত সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রূপচাঁদ বিশ^াস, স্থানীয় মন্টু সরকার, বরুণ সরকার ও রাজকুমার দে সহ সকল প্রয়াতদের স্মরণে আত্মার শান্তি কামনা করা হয়।