১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনকে ঘেরে জেলায় নির্বাচিনী আমেজের পরিবেশ সৃষ্টি হলেও এমপি ও অনেক সিনিয়র নেতাকর্মীদের চাপের মুখে পড়েছেন জনপ্রতিনিধিরা।
এমপি ও সিনিয়র নেতাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ইতিমধ্যেই চাপের রোষানলে পড়েছেন নারায়ণগঞ্জ জেলার ভোটাররা। নিজের পছন্দ মত প্রার্থী বাদ দিয়ে নেতাকর্মী ও এমপিদের পছন্দের প্রার্থীদের নির্বাচন করতে বাধ্য করা হচ্ছে। আবার অনেক প্রার্থীরা চাপের মুখে পড়ে নিজের মনোনয়ন পত্রও করেছেন প্রত্যাহার।
এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদর ও বন্দর উপজেলা নিয়ে ২নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে মোট প্রার্থী আছেন তিন জন। তারা যথাক্রমে হলেন তালা প্রতীকে জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বৈদ্যুতিক পাখা প্রতীকে ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ ও ঘুড়ি প্রতীকে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল শিকদার। এই ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দেন মোট ৯জন তাদের মধ্যে সেলিম ওসমানের নির্দেশে দুইজন মনোনয়ন পত্র প্রত্যাহার ও শামীম ওসমানের নির্দেশে তিনজন অন্য প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এই তিনজনের মধ্যে ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদকে সরাসরি সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য একেএম সেলিম ওসমান। তাই গত ২৪ সেপ্টেম্বর সেলিম ওসমানের নিজস্ব কার্যালয়ে বন্দরের ও শহরের জনপ্রতিনিধিদের নিয়ে জরুরি সভা করেন এবং তার নির্দেশে ২৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার করে কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধানের ভাই রফিকুল ইসলাম প্রধান ও মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালামের ভাই আরিফুর ইসলাম আলী নূর। তার দুই দিন পর ২৭ সেপ্টেম্বর শামীম ওসমানের নির্দেশে জাহাঙ্গীর হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ মোবারক হোসেন ও কাশিপুর ইউপি চেয়ারম্যানের মেঝো ভাই আমির উল্লাহ রতন।
একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, সেলিম ওসমান তার সমর্থিত প্রার্থী মাসুম আহম্মেদকে জেতানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায় সকল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের ভোট দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে গোগনগর ও আলীরটেক ইউপির জনপ্রতিনিধিদের নিয়ে করেছেন সভা এবং মাসুম আহম্মেদকে ভোট দিতে প্রয়োগ করেছেন চাপ। আলীরটেক ও গোগনগর ইউপির জনপ্রতিনিধিরা শামীম ওসমানপন্থী হলেও তাদের মাসুম আহম্মেদকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। তাই তাদের পুরো চাপের মুখে রেখেছেন সেলিম ওসমান।
সেলিম ওসমান শুধু বন্দর উপজেলা, কলাগাছিয়া, ধামগড়, মদনপুর, মুছাপুর এবং আলীরটেক ও গোগনগরের জনপ্রতিনিধিদের চাপের মুখে রাখেননি সেই সাথে ফতুল্লার ৫টি ইউপির চেয়ারম্যান-মেম্বারদেরও রেখেছেন চাপের মুখে। একের পর এক চেয়ারম্যান মেম্বারদের ডেকে নিয়ে তার নিজস্ব কার্যালয়ে করছেন জরুরী সভায় এবং নির্দেশ দিচ্ছেন মাসুম আহম্মেদকে ভোট দেবার জন্য। সেলিম ওসমানের চাপের রোষানলের মুখে অনেকে জনপ্রতিনিধি বিব্রত পরিস্থিতি পড়লেও তারা সেলিম ওসমানের বিরুদ্ধে গিয়ে কোন কথা বলারও সাহস পাচ্ছেন না। সেই সাথে খুলছেন না মুখ।
নাম প্রকাশে এক ভোটার জানান, সেলিম ওসমান ভোটারদের তার কার্যালয়ে ডেকে নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন মাসুম আহম্মেদকে ভোট দিতে। মাসুম আহম্মেদকে ওসমান পরিবার সমর্থন জানিয়েছেন। শামীম ওসমান নিজেও তাই মাসুমকেই ভোট দিতে হবে বলে এমপি বলেছেন।