নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ব্রীজ নির্মাণ কাজ ধীরগতিতে চলায় জনদূর্ভোগ চরমে। ফলে এলাকাবাসীকে অন্য রাস্তা ঘুরে যেতে হওয়ায় খরচ ও সময় বেশী ব্যয় হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকার ওরিয়ন ট্রেড বক্তাবলীর কানাইনগর ব্রীজ নির্মাণ কাজের কার্যাদেশ পায়। ২০২১ সালের জুলাই মাসে ব্রীজটি নির্মাণ কাজ শুরু করে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রীজের মূল কাজ ২ মাস আগে শেষ হলেও দু পাশের গাইডওয়াল কাজ ফেলে রাখা হয়েছে। এতে করে চলাচলরত জনসাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
রহিম নামে এক ব্যক্তি তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ৬ মাসের নির্মাণ কাজ হলেও এক বছরের বেশী সময় হচ্ছে এখনো ব্রীজের কাজ শেষ করছেনা নির্মানাধীন প্রতিষ্ঠান ওরিয়ন ট্রেড। এতে করে এলাকাবাসীকে বেশী টাকা ও সময় ব্যয় করে রামনগর ও লক্ষীনগর গ্রাম ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।
জানা যায়, ব্রীজ নির্মাণ করার আগে যানবাহন চলাচল করার জন্য আগে বিকল্প রাস্তা নির্মান তৈরী করার কথা থাকলেও অধিক মুনাফা লাভের জন্য নির্মানকারী প্রতিষ্ঠান ওরিয়ন ট্রেড তা করেনি। তবে পায়ে হেঁটে যাওয়ার জন্য তারা একটি বিকল্প রাস্তা নির্মাণ করেছিল।
সরেজমিন দেখা যায়, মূলব্রীজের নির্মাণ কাজ শেষ হয়েছে ২ মাস আগে। কিন্তু দুই পাশের গাইডওয়াল নির্মান কাজ বন্ধ রাখা হয়েছে। এটার কাজ শেষ হলে সরাসরি জনসাধারণের নিদিষ্ট গন্তব্যে পৌঁছাতে নগদ অর্থ ও সময় বেঁচে যাবে।
ব্রীজের দুই পার্শ্বের গাইড ওয়াল নির্মাণ কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠান ও উপজেলা নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত সদর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী জামালউদ্দিন রায়হান মুঠোফোনে ফোকাস নিউজ এজেন্সী’কে বলেন, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়ন ট্রেডকে গাইডওয়াল নির্মাণ কাজ দ্রæত শেষ করতে বলেছি। পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে একটু দেরী হলো। কয়েকদিনের মধ্যে গাইডওয়াল নির্মাণ কাজ শুরু হবে।