নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া বলেছেন, মাদক এবং কিশোরগ্যাং সমাজে ভাইরাসের মত ছড়িয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীসহ উঠতি বয়সী যুবকরা নানাবিধ অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এতে করে তারা বিপথগামী হয়ে যাচ্ছে। আর এ জন্যই সমাজে নানা রকম অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। তাই মাদক এবং কিশোরগ্যাংয়ের অপ-তৎপরতা প্রতিরোধ করতে শিক্ষিত যুবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে নিয়ে এলাকাবাসীর কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকালে নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় ‘আলোকিত শিমরাইল’ নামক একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমরাইল এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী আ: জলিল মাষ্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: বাদশা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা নাজমুল হক খোকা, সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো: আমিনুল ইসলাম, শিমরাইল দারুস সুন্নাহ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো: ফরিদ উদ্দিন, শিমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: হেলেনা আক্তার, শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান, শিমরাইলের কৃতি সন্তান ডা: মুহাম্মদ ওমর ফারুক, ডা: সায়মা আক্তার ও ডা: রেহনুমা নাসিমসহ প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, আলোকিত শিমরাইল সংগঠনের সভাপতি মো: ওসমান গনি ফরহাদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সদস্য মো: রুমান, এড. রাসেল, মানিক হোসেন, মিলন, ফাহিম, সুমন, রবিন, অভি,শাহীন,ইয়াছিন, মোস্তফা, রিফাত, জীবন ও বাছিরসহ প্রমূখ।